Advertisement
  • হোম
  • খেলা
  • ঘুরে দাঁড়িয়ে আইসল্যান্ডকে হারাল ফ্রান্স

ঘুরে দাঁড়িয়ে আইসল্যান্ডকে হারাল ফ্রান্স

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

ম্যাচের শেষ দিকে গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে ফ্রান্সের জাল বল পাঠালেন এইদার ক্রুইয়োনসেন। কিন্তু আগমুহূর্তে তিনিই ফাউল করায় মিলল না গোল। সমতা ফেরানো হল না আইসল্যান্ডের, হাঁফ ছেড়ে বাঁচলেন দিদিয়ে দেশম ও তার দল। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় একজন কম নিয়ে খেলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স।

ঘরের মাঠে মঙ্গলবার ২-১ গোলে জিতেছে দেশমের দল।

বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। ৩ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে আইসল্যান্ড।

ক্রুইয়োনসেনের গোলেই প্রথমার্ধে এগিয়ে যায় আইসল্যান্ড। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান এমবাপে। দ্বিতীয়ার্ধের শুরুতে তার পাস থেকেই দলকে এগিয়ে নেন ব্র্যাডলি বার্কোলা।

৬৮তম মিনিটে লাল কার্ড দেখে অহেলিয়া চুয়ামেনি মাঠ ছাড়লে, বাকি সময়ে রক্ষণে মনোযোগ দেয় ফ্রান্স।

একাদশ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে আইসল্যান্ড। ডি-বক্সের বাইরে থেকে মিকায়েল আন্দেরসনের গতিময় শট ঠেকান ফ্রান্স গোলরক্ষক মাইক মিয়াঁ।

পাঁচ মিনিট পর বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ফ্রান্সের মানু কোনে। ১৯তম মিনিটে কিলিয়ান এমবাপের চমৎকার ক্রসে খুব কাছ থেকেও হেড লক্ষ্যে রাখতে পারেননি মার্কোস থুরাম।

দুই মিনিট পর মাইকেল ওলিসের উপহার কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন ক্রুইয়োনসেন। পেনাল্টি স্পটের কাছে সতীর্থকে পাস দিতে গিয়ে আইসল্যান্ডের ফরোয়ার্ডকে দিয়ে বসেন ওলিসে। সুবর্ণ সুযোগ অনায়াসে কাজে লাগান ক্রুইয়োনসেন।

৩৩তম মিনিটে ডাবল সেভে ব্যবধান ধরে রাখেন আইসল্যান্ড গোলরক্ষক। চুয়ামেনির ক্রসে থুরামের হেড চমৎকার রিফ্লেক্সে ঠেকান তিনি, ফিরতি বলে কোনের শটও ব্যর্থ করে দেন।

১২ মিনিট পর সফল স্পট কিকে সমতা ফেরান এমবাপে। থুরামকে আইসল্যান্ডের আন্দেরসন ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যেতে পারত সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫২তম মিনিটে ওলিসের গতিময় শট ফেরে ক্রসবারে লেগে।

১০ মিনিট পর এগিয়ে যায় ফ্রান্স। নিজেদের অর্ধ থেকে চুয়ামেনির বাড়ানো বল ধরে গতিতে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে যান এমবাপে। গোলের জন্য নিজে শট না নিয়ে ফরাসি অধিনায়ক খুঁজে নেন অরক্ষিত বার্কোলাকে। ফাঁকা জালে অনায়াসে বল পাঠান তিনি।

৬৮তম মিনিটে বড় এক ধাক্কা খায় ফ্রান্স। ক্রুইয়োনসেনকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার চুয়ামেনি। শুরুতে অবশ্য হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে দেখান লাল কার্ড।

৮৮তম মিনিটে জালে বল পাঠান ক্রুইয়োনসেন। তবে মনিটরে দেখে ফাউলের বাঁশ বাজান রেফারি।

বাকি সময়ে রক্ষণ জমাট রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

আরও খবর -

সার্বিয়াকে উড়িয়ে বিশ্বকাপের কাছে ইংল‍্যান্ড

নরওয়ে ১১ , হলান্ড ৫

রোনালদোর রেকর্ড ছোঁয়ার ম্যাচে পর্তুগালের দুইয়ে দুই

বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে রোনালদো

মুখে সেলাই নিয়ে মাঠে নেমেই হলান্ডের হ্যাটট্রিক

Lading . . .