Advertisement
  • হোম
  • খেলা
  • করিমগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের উপচে...

করিমগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের উপচেপড়া ভিড়

মানবজমিন

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

24obnd

গ্রামের মাঠে ফুটবল মানেই যে ফুটবলপ্রেমীদের উপচেপড়া ভিড় সেটিই দেখা গেলো কিশোরগঞ্জের করিমগঞ্জে জয়কা মোটর সাইকেল-টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে। লাখখানেক দর্শকের উপস্থিতি আর তাদের উল্লাসধ্বনিতে কেঁপেছে উপজেলার ঐতিহাসিক জয়কা ফুটবল খেলার মাঠসহ আশপাশের এলাকা। শুক্রবার বিকালে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে সাজ সাজ রব পড়ে যায় চারদিকে। বিকাল পৌনে ৫টায় ম্যাচ শুরু হলেও দুপুর ২টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠের চারপাশ। এদিন যেন ফুটবলপ্রেমীদের ঢল নামে কিশোরগঞ্জ-মরিচখালী সড়কে। ম্যাচ শুরু হওয়ার পরেও চলে এ জনস্রোত। সড়কের অন্তত তিন কিলোমিটার এলাকা চলে যায় দর্শকদের দখলে। অন্তত তিন ঘন্টার জন্য সড়কে বন্ধ থাকে যান চলাচল। মাঠের চারপাশ এবং সড়কে জায়গা না পেয়ে বিপুল পরিমাণ দর্শক পার্শ্ববর্তী বিভিন্ন বাসাবাড়ি-প্রতিষ্ঠানের ছাদ, গাছের ডাল এমনকি বৈদ্যুতিক খুঁটির উপরেও জায়গা করে নেন। কোনকিছুই যেন দর্শকদের ফুটবল উন্মাদনায় অংশ নেওয়া থেকে বিরত রাখতে পারেনি। দুই শতাধিক স্বেচ্ছাসেবকসহ মাঠের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। রুদ্ধশাস ফাইনালে কিশোরগঞ্জ সদরের বিন্নাটি মহিউদ্দিন মাখন একাদশ ১-০ গোলে করিমগঞ্জের জয়কা ইউনিয়নের নানশ্রী এডভোকেট খোকন একাদশকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি হিসেবে ফাইনাল উপভোগ শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে মোটর সাইকেলের চাবি ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে টেলিভিশন পুরস্কার তুলে দেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. আবু তাহের ভূঁইয়া, ফাইনাল ম্যাচের উদ্বোধক শেখ আসাদুজ্জামান খোকন, জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, যুব বিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিউজ্জামান শফি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক মো. জাকারিয়া, ঐতিহাসিক জয়কা ফুটবল খেলার মাঠের সভাপতি হাজী এনায়েত শেখ প্রমুখসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Lading . . .