এবার চীন সফরও বাতিল আর্জেন্টিনার, খেলবে মেক্সিকোর সঙ্গে
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

আসন্ন অক্টোবরে চীন সফরের কথা ছিল আর্জেন্টিনা ফুটবল দলের। তবে শেষ পর্যন্ত পরিকল্পনায় পরিবর্তন এনেছে বিশ্বকাপজয়ীরা। এবার তারা পাড়ি দেবেন যুক্তরাষ্ট্রে। যেখানে তারা খেলবেন মেক্সিকোর সঙ্গে। ম্যাচটি অনুষ্ঠিত হবে শিকাগোর সোলজার ফিল্ডে আগামী ৮ থেকে ১৪ই অক্টোবরের মধ্যে। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেই স্মরণীয় ম্যাচের পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে এ দুই দল। তখন লুসাইল স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র গুরুত্বপূর্ণ লড়াইয়ে গোল করে দলকে জয়ের পথে রাখেন লিওনেল মেসি। পরে এনজো ফার্নান্দেজের গোলে নিশ্চিত হয় ২-০ ব্যবধানের জয়। আর এবার যুক্তরাষ্ট্রে, ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশেই আবার দেখা হচ্ছে আলবিসেলেস্তেদের সঙ্গে মেক্সিকোর। বিশ্বকাপ বাছাই শেষ হওয়ার পর অক্টোবরের ফিফা উইন্ডোতেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কোয়ালিফায়ার্স শেষ করে এটাই তাদের প্রথম সফর। শুধু মেক্সিকো নয়, যুক্তরাষ্ট্র সফরে
আরও একটি ম্যাচের সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার। সেটি অনুষ্ঠিত হতে পারে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে। যেখানে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ক্লাব বিশ্বকাপের ফাইনাল এবং এটিই ২০২৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুও। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানায়, চীন সফর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) জন্য আর্থিকভাবে লাভজনক হলেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে খেলা জাতীয় দলের খেলোয়াড়দের জন্য অস্বস্তিদায়ক। এ কারণে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি ও এএফএ
প্রধান ক্লদিও তাপিয়া মিলে চীন সফর বাতিল করার সিদ্ধান্ত নেন।
২০২৬ বিশ্বকাপে আগেই জায়গা নিশ্চিত করা আর্জেন্টিনা এর আগে সেপ্টেম্বরে বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে। আগামী ৫ই সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ১০ই সেপ্টেম্বর শেষ ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক ইকুয়েডর। বাছাইপর্ব শেষে ইকুয়েডর থেকে যুক্তরাষ্ট্রের বিমান ধরবে আর্জেন্টিনা।
আরও পড়ুন