জুডোতে জাপানকে হারিয়ে বিকেএসপি’র উশাচিং মারমা’র স্বর্ণ
মানবজমিন
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক চিলড্রেন’স জুডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন বিকেএসপি’র উশাচিং মারমা। (+৬০) কেজি ওজন শ্রেণি’র ফাইনালে জাপানের জুডোকাকে হারিয়েছেন তিনি। এছাড়া মো. সামিউল ইসলাম (-৫৫) কেজি ওজন শ্রেণির ফাইনালে জাপানের কাছে হেরে রৌপ্য পান। বিকেএসপি দলে ২ জন খেলোয়াড় ও ১ জন কোচ অংশগ্রহণ করেন। আজ মিক্সড টিম ফাইটে অংশগ্রহণ করবে বিকেএসপি’র জুডোকারা।
আরও পড়ুন