Advertisement

বিধ্বস্ত সান্তোস, নেইমারের কান্না

নয়াদিগন্ত

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

বিধ্বস্ত সান্তোস, নেইমারের কান্না |সংগৃহীত
বিধ্বস্ত সান্তোস, নেইমারের কান্না |সংগৃহীত

দুঃস্বপ্নের মতো একটা রাত কাটালেন নেইমার। যে রাতটা ভুলে যেতে চাইবেন সহসাই। এমন বাজে রাত আর কখনো আসেনি তার জীবনে, মাঠেই কেঁদে ফেলেছেন লজ্জাতে। তার দল সান্তোস হেরেছে ৬-০ গোলে!

২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। তবে চোটের কারণে সেই ম্যাচে ছিলেন না নেইমার। তবে রোববার (১৭ আগস্ট) রাতে সান্তোসের জার্সি গায়ে তেমনই তিক্ত কিছুর সাক্ষী হলেন তিনি।

মাঠে থেকেই চোখের সামনে দলের নির্মম হার দেখতে হলো নেইমারকে। ব্রাজিলিয়ান সেরি আ লিগে ভাস্কো দা গামার কাছে ৬-০ ব্যবধানে হেরেছে তার ক্লাব সান্তোস। জোড়া গোল করেছেন ফিলিপে কোতিনহো।

এমন হারের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। মাঠেই ক্লাব স্টাফদের একজন তাকে সান্ত্বনা দেন। তবে তার কান্না যেন থামছেই না। কাঁদতে কাঁদতেই মাঠ ছাড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

এমন হারে সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে নেইমারকে। শুনতে হয়েছে দুয়ো। নেইমার দলে থাকতে কিভাবে এমনভাবে হারলো দল, সেটি যেন মানতেই পারেনি সান্তোসের সমর্থকেরা।

বিষয়টা মাথা পেতেই নিয়েছেন নেইমার। ম্যাচ শেষে সব দায় নিজের করে বলেন, ‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি পুরোপুরি হতাশ। সমর্থকদের প্রতিবাদের পূর্ণ অধিকার আছে, অবশ্যই সহিংসতা ছাড়া।’

নেইমার আরো বলেন, ’তারা গালি দিক বা সমালোচনা করুক, সেটা তাদের অধিকার। তবে আমার জন্য এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। দুর্ভাগ্যজনকভাবে আজ হলো।’

সবকিছু মেনে নিয়ে নেইমার আরো বলেন, ‘আমার চোখের পানি রাগ থেকে এসেছে, সবকিছুর জন্য। দুর্ভাগ্যবশত আমি সবকিছুতে সাহায্য করতে পারি না। সব মিলিয়ে এটা সম্পূর্ণ বাজে ছিল, এটাই বাস্তবতা।’

এদিকে লজ্জাজনক এই হারের পর প্রধান কোচ ক্লেবার জাভিয়েরকে বরখাস্ত করেছে সান্তোস।

বিশাল জয় পেলেও ভাস্কো ডা গামা আছে পয়েন্ট টেবিলের নিচের দিকে। ১৮ ম্যাচে মাত্র ১৯ পয়েন্ট তাদের, নেইমারের দলের অবস্থাও ভালো নয়। ২১ পয়েন্ট নিয়ে তারা আছে ১৫ নম্বরে।

আরও পড়ুন

Lading . . .