Advertisement
  • হোম
  • খেলা
  • মুখে সেলাই নিয়ে মাঠে নেমেই হলান্ডের হ্যাটট্রিক

মুখে সেলাই নিয়ে মাঠে নেমেই হলান্ডের হ্যাটট্রিক

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

৩২ মিনিটের হ্যাটট্রিকে দলকে চালকের আসনে আর্লিং হলান্ড। ছবি: রয়টার্স
৩২ মিনিটের হ্যাটট্রিকে দলকে চালকের আসনে আর্লিং হলান্ড। ছবি: রয়টার্স

একদিন আগে মাঠের বাইরে ঘটনায় মুখে আঘাত পান আর্লিং হলান্ড, লাগে সেলাই; তবে পরদিন ঠিকই মাঠে নেমে পড়লেন তারকা ফরোয়ার্ড এবং আপন রূপেই হাজির হলেন। শুরু থেকেই প্রতিপক্ষের জন্য হয়ে উঠলেন ভয়ঙ্কর। অসাধারণ নৈপুণ্যে মলদোভার জালে প্রথমার্ধেই তিনবার জালে বল পাঠালেন তিনি।

ঘরের মাঠে মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুরু থেকেই শক্তিতে অনেক পিছিয়ে থাকা মলদোভার ওপর প্রবল চাপ তৈরি করে নরওয়ে। ষষ্ঠ মিনিটে গোলের সূচনা করেন ফেলিক্স হর্ন মাইরা।

এগিয়ে যাওয়ার পাঁচ মিনিট পর হলান্ডের গোলের জোয়ার শুরু। এরপর ৩৬ ও ৪৩তম মিনিটে আরও দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ম্যানচেস্টার সিটি তারকা।

জাতীয় দলের হয়ে এই নিয়ে টানা আট ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। আন্তর্জাতিক ফুটবলে ২৫ বছর বয়সী তারকার গোল হলো ৪৫ ম্যাচে ৪৬টি।

আরও খবর -

সার্বিয়াকে উড়িয়ে বিশ্বকাপের কাছে ইংল‍্যান্ড

নরওয়ে ১১ , হলান্ড ৫

ঘুরে দাঁড়িয়ে আইসল্যান্ডকে হারাল ফ্রান্স

রোনালদোর রেকর্ড ছোঁয়ার ম্যাচে পর্তুগালের দুইয়ে দুই

বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে রোনালদো

Lading . . .