Advertisement

শেরে বাংলায় শোকের আবহ

মানবজমিন

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

24obnd

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা সবাইকেই ছুঁয়ে গেছে। একের পর এক শিশু নিহতের খবরে মর্মাহত ক্রিকেটাররাও। গত সোমবারই বিসিবি থেকে জানিয়ে দেয়া হয় নিহতদের স্মরণে বিশেষ আয়োজন রাখা হবে। সেগুলো সবই হলো, ক্রিকেটাররা কালো ব্যাজ পরে নামলেন, এক মিনিট নীরবতা পালন করা হলো। তবে, সবচেয়ে বড় হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য দেখা গেল মাঠের বাইরে। অন্যান্য দিন ম্যাচের আগে মাঠের বাইরেই দর্শকদের নানা স্লোগানে মুখরিত থাকে স্টেডিয়ামের আশপাশ। সেই দর্শকরাই গতকাল ভিড় করলেন, লম্বা লাইনে দাঁড়িয়ে মাঠে ঢুকলেন কিন্তু কোনো স্লোগান বা আওয়াজ তুললেন না। প্রত্যেকের চোখে-মুখেই দেখা গেল শোকের ছায়া। মাইলস্টোন ট্র্যাজেডিতে মারা যাওয়া শিশুদের ক্ষত-বিক্ষত দেহ সবার হৃদয়েই আঘাত হেনেছে।

গত সোমবার দুপুর নাগাদ বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে সরকারি হিসাব অনুযায়ী, অন্তত ৩৫ এর বেশি নিহত ও ১৭০ জনের বেশি আহত হন, যার বেশির ভাগই শিশু। এমন হৃদয়বিদারক ঘটনায় তখনই ফেসবুকে শোক প্রকাশ করেন ক্রিকেটাররা। বিসিবি থেকে জানানো হয় নিহতদের স্মরণে নানা আয়োজন রাখা হচ্ছে। সেই অনুযায়ী এদিন মাঠে নামার আগে এক মিনিট নীরবতা পালন করেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা ও ম্যাচ অফিশিয়ালরা। এরপর মাঠে নামেন কালো আর্মব্যান্ড পরে। সম্প্রতি শ্রীলঙ্কায় সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। এরপর চলতি সিরিজেও প্রথম ম্যাচে পাকিস্তানকে সহজেই হারায় লিটন কুমার দাসের দল। সাম্প্রতিক সাফল্যে ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচে দর্শকদের ভিড় থাকবে এটাই স্বাভাবিক। প্রথম ম্যাচের মতো গতকালও ছিল। গতকাল মাঠের বাইরে যেটা ছিল না সেটা হচ্ছে স্বাভাবিক দিনের মতো উচ্ছ্বাস, উন্মাদনা। মাঠে ঢোকার সময়েই যেন সবার চোখে ভাসছিল মাইলস্টোনে নিহত হওয়া কোনো শিশুর মুখ। সোমবার ফেসবুক বা সরাসরি ঘটনাস্থল, চোখের পানি ফেলেননি এমন লোক কমই আছে। এমন হৃদয়বিদারক ঘটনায় গতকাল সারা দেশে পালিত হয় রাষ্ট্রীয় শোক। এই ঘটনায় গতকালের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও বন্ধ হবে কি না আলোচনা ছিল এটা নিয়েও। তবে কথায়-ই তো আছে, ‘শো মাস্ট গো অন।’ সেই ধারাতে ম্যাচ ঠিকই হলো, তবে ক্রিকেটারদের হৃদয় যে শোকাচ্ছন্ন সেটা ঠিকই বুঝিয়ে দেন অধিনায়ক লিটন। টসের সময় তিনি বলেন, ‘(গতকাল সোমবার ঢাকায় যে ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে)...আমরা সবাই জানি গতকাল (সোমবার) যা ঘটেছে, তা আমাদের জন্য মোটেই উপযুক্ত ছিল না। এটা মেনে নেয়া সহজ নয়। আমরা আজ খেলছি শক্ত মন নিয়ে। আপনি জানেন, আমি একজন বাবা; আমি সেই অনুভূতি জানি। ওরাও (দলের বাকি ক্রিকেটাররা) অবশ্যই খুব কষ্ট পেয়েছে, এখনো খুব আবেগাপ্লুত। তাই এখন আমরা যা করতে পারি, তা হলো প্রার্থনা করা।’

পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার হৃদয়ও মাইলস্টোন ট্র্যাজেডিতে ভারাক্রান্ত। তিনি বলেন, ‘(গতকালের ঘটনাটি নিয়ে আপনার ভাবনা) গতকাল (সোমবার) যা হয়েছে, সেটা খুবই দুঃখজনক। এটা একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমার হৃদয় এবং প্রার্থনা তাদের সঙ্গে আছে। আমরা একটি জাতি হিসেবে এবং পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) হিসেবে তাদের পাশে আছি।’

আরও পড়ুন

Lading . . .