Advertisement
  • হোম
  • খেলা
  • ৬ গোলের জয়ে ‘নিখুঁত’ খেলার তৃপ্তি ফ্লিকের

৬ গোলের জয়ে ‘নিখুঁত’ খেলার তৃপ্তি ফ্লিকের

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

হান্সি ফ্লিক। ছবি: বার্সেলোনা
হান্সি ফ্লিক। ছবি: বার্সেলোনা

মৌসুমে দলের প্রথম কয়েক ম্যাচের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না হান্সি ফ্লিক। তবে ভালেন্সিয়ার বিপক্ষে জয়ের পর সবচেয়ে সুখী মানুষ যেন তিনিই। বার্সেলোনা কোচের চোখে নিখুঁত ম‍্যাচ খেলেছে তার দল।

৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে রোববার দাপুটে পারফরম্যান্সে ভালেন্সিয়াকে ৬-০ গোলে গুঁড়িয়ে দেয় লা লিগা চ্যাম্পিয়নরা। চমৎকার ফিনিশিংয়ে প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর চোখধাঁধানো একটি গোল করেন ফের্মিন লোপেস। দ্বিতীয়ার্ধে বদলি নেমে দুটি করে গোল করেন রাফিনিয়া ও রবের্ত লেভানদোভস্কিও।

গত মৌসুম তিনটি ট্রফি জেতা বার্সেলোনা এবার লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম ম্যাচে মায়োর্কার মাঠে জিতেছিল ৩-০ গোলে। পরের ম্যাচে লেভান্তের মাঠে ৩-২ গোলে জয় পায় তারা। তৃতীয় ম্যাচে তারা পয়েন্ট হারায় রায়ো ভাইয়েকানোর মাঠে ১-১ গোলে ড্র করে।

ম্যাচগুলোতে দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছিলেন ফ্লিক। তবে ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে দলের খেলায় খুব খুশি এই জার্মান কোচ।

“শুরুর একাদশ দুর্দান্ত খেলেছে, বদলি খেলোয়াড়রাও বড় প্রভাব ফেলেছে। সবকিছুই নিখুঁতভাবে হয়েছে। প্রথম মিনিট থেকেই ঠিক যেভাবে চেয়েছিলাম, সেভাবেই খেলতে দেখেছি দলকে। এর ফলে দুর্দান্ত দলীয় পারফরম্যান্স হয়েছে।”

এই ম্যাচে রাফিনিয়াকে বেঞ্চে রেখে সম্ভাবনাময় উইঙ্গার রুনি বার্দগিকে শুরুর একাদশে নামান ফ্লিক। ম্যাচটি দিয়ে কাতালান দলটির জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয় ১৯ বছর বয়সী তরুণের। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করলেন কোচ।

“আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, রুনিকে খেলানো হবে, কারণ সে ভালোভাবে অনুশীলন করেছে। রাফিনিয়ার মানসিকতা খুবই ভালো। এটা ছিল টেকনিক্যাল সিদ্ধান্ত। সবাই খেলার সুযোগ পাবে।”

আগামী বৃহস্পতিবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে বার্সেলোনা।

Lading . . .