প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজ দেশ পর্তুগালে দেওয়া হলো বিশেষ সম্মাননা। পর্তুগিজ লিগের আয়োজনে অনুষ্ঠিত এক গালায় ৪০ বছর বয়সী এ স্ট্রাইকারকে ভোটে বেছে নেওয়া হয়েছে ‘সর্বকালের সেরা খেলোয়াড়’ হিসেবে।
আল-নাসরের হয়ে খেলতে থাকা রোনালদোকে আয়োজকরা অভিহিত করেছেন ‘খেলাধুলার অনিবার্য মুখ ও কোটি ভক্তের আইডল’ হিসেবে। পুরস্কার হাতে নিয়ে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় গর্বের মুহূর্ত। আমার সব সতীর্থ, কোচ ও যারা আমাকে বারবার উন্নত হতে সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ’
পর্তুগিজ ফার্স্ট ডিভিশনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘রোনালদো এক যুগকে সংজ্ঞায়িত করেছেন। তার পরিশ্রমী মানসিকতা, প্রতিযোগিতার স্পৃহা ও গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁকে পরিসংখ্যানের বাইরে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ব্যক্তিগত রেকর্ড, দলীয় শিরোপা ও বিশ্বজুড়ে প্রভাব—সবকিছু মিলিয়ে তিনি ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা। ’
জাতীয় দলের জার্সিতেও রোনালদো রেখেছেন বিশেষ ছাপ। এখন পর্যন্ত তিনি দেশের হয়ে সর্বোচ্চ ২২৩ ম্যাচে মাঠে নেমেছেন এবং রেকর্ড ১৪১ গোল করেছেন।
একই সঙ্গে পর্তুগালের তিনটি বড় শিরোপা—২০১৬ ইউরো, ২০১৯ ও ২০২৫ নেশনস লিগ জয়ে সরাসরি অবদান রেখেছেন এই মহাতারকা।
এমএইচএম
আরও পড়ুন