একই ম্যাচ হলো ২ মাঠে, শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫

সাফ উইমেন’স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ঘটনাবহুল এক ম্যাচে ভুটানকে হারাল বাংলাদেশ। প্রবল বৃষ্টির কারণে দুই অর্ধের খেলা হলো দুই মাঠে। শান্তি মার্দির হ্যাটট্রিকে ভুটানকে হারিয়ে সাফ উইমেন’স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় জয় তুলে নিল পিটার জেমস বাটলারের দল।
রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে মেয়েরা।
ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এরপর ভারী বর্ষণে খেলা বন্ধ থাকে প্রায় তিন ঘণ্টা। কিংস অ্যারেনা খেলার অনুপোযুক্ত হয়ে পড়ায় দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হয় কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে।
সকালের বৃষ্টিতে মাঠ ভারি হয়ে ওঠে, আলোর স্বল্পতাও দেখা যায় কিছুটা। তাতে ফ্লাডলাইটে কিংস অ্যারেনায় শুরু হয় খেলা। মাঠ পিচ্ছিল হয়ে যাওয়ায় কোন দলই পারেনি নিজেদের স্বাভাবিক খেলা খেলতে। দুই দলের খেলোয়াড়দের বারবার পিছলে পড়ে যেতে দেখা যায়।
বাংলাদেশ কোচ ম্যাচ শুরু করে সেরা একাদশে বড় পরিবর্তন এনে। নেপাল ম্যাচের দল থেকে কেবল বন্যা খাতুন ও শান্তি মার্দিকে রাখেন একাদশে। তারপরও শুরুতেই গোল পেয়ে যায় স্বাগতিকরা।
সপ্তম মিনিটে কর্দমাক্ত মাঠে তিনবারের প্রচেষ্টায় জাল খুঁজে নিতে পারেন শান্তি। এই গোল আগলে রেখে বিরতিতে যায় তারা।
প্রবল বৃষ্টি শুরু হলে দ্বিতীয়ার্ধের খেলা গড়ায় কিংস অ্যারেনার লাগোয়া প্র্যাকটিস গ্রাউন্ড। ঘণ্টা তিনেকের অপেক্ষা ফুরায় দুই দলের। ৫৩তম মিনিটে ওয়াংমো সাঙ্গে প্লেসিং শটে সমতায় ফেরান ভুটানকে।
প্রতিকূল পরিবেশেও শান্তি, মুনকিরা নিজেদের মেলে ধরেন ম্যাচ সমতায় ফেরার পর। ৫৭তম মিনিটে কর্নার থেকে শান্তি দ্বিতীয় গোল করে বাংলাদেশকে আবারও এগিয়ে নেন।
বদলি নামা মুনকি আক্তার ৭৬তম মিনিটে বাম দিক দিয়ে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান।
এর তিন মিনিট পর উমহেলা মারমার ক্রসে বক্সে ঢুকে জোরাল শটে হ্যাটট্রিক পূরণ করেন শান্তি। টানা তৃতীয় জয়ের আনন্দ সঙ্গী হয় বাংলাদেশের।
রাউন্ড রবিন লিগে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার ফিরতি লেগে ফের ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।