Advertisement
  • হোম
  • খেলা
  • ব্যালন ডি’অর জিতে দেম্বেলে বললেন, এটা কখনো আমার ব্...

ব্যালন ডি’অর জিতে দেম্বেলে বললেন, এটা কখনো আমার ব্যক্তিগত ছিল না

মানবজমিন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

অবশেষে ২০২৫ সালের ব্যালন ডি’অরের ট্রফিটা হাতে উঠলো উসমান দেম্বেলের। ৩০ জনের তালিকা থেকে তরুণ ফুটবলার লামিনে ইয়ামালের সঙ্গে লড়ায়টা শেষ সময়ে জমে ওঠে। শেষে ফ্রান্স এবং ক্লাব পিএসজিএ’র তারকা ফুটবলার প্রথমবারের মতো তুলে নেন এ কাঙ্খিত পুরষ্কার। নিজের মাকে পাশে রেখে নিজে তুলেও নেন সেই ট্রফিটা। আর ব্যালন ডি’অর জিতে তার সহজ কথা, ‘এটা কখনো আমার ব্যক্তিগত ছিল না’।

দেম্বেলে বলেন, ‘আমার ক্যারিয়ারে অন্যতম সেরা অর্জন এটি। পিএসজিকে ধন্যবাদ জানাতে চাই ২০২৩ সালে আমাকে তাদের দলের হয়ে সই করানোর জন্য। সতীর্থরা গত বছরের মতো এ বছরও অসাধারণ আমার জন্য। এটা ব্যক্তিগত ট্রফি নয়, আমাদের সবার অর্জন।’নিজের মাকে পাশে নিয়ে এ ফরাসি ফুটবলার বলেন,‘আমরা একসঙ্গে এটা করেছি।’

বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনার সাবেক এ উইঙ্গার ২০১৮ সালে বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন। ২৮ বছর বয়সী দেম্বেলে গত মৌসুমে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬টি গোল বানিয়ে পিএসজিকে জিতিয়েছেন ঐতিহাসিক ‘ট্রেবল’। তবে সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন তিনি। তবে তিনি শেষে বলেন, ‘অনেকটা ভালো আছি। খুব শিগগিরই মাঠে ফিরছি।’

এদিন বর্ষসেরা নারী ফুটবলার হন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। এ নিয়ে তার তৃতীয় ব্যালন ডি’অর অর্জন। বর্ষসেরা গোলরক্ষককে দেয়া হয় ইয়াসিন ট্রফি। পুরুষ বিভাগে তা জয় করেন জিয়ানলুইজি দোন্নারুম্মা, নারী বিভাগে হান্না হাম্পটন। বর্ষসেরা কোচদের দেয়া হয় ইয়োহান ক্রুইফ ট্রফি। যা পান লুইস এনরিকে (পিএসজি) ও সারিনা ভিগমান (ইংল্যান্ড)। অ-২১ পর্যায়েও বর্ষসেরা ফুটবলারের কোপা ট্রফি নামেও পুরস্কার দেয়া হয়। ছেলে, মেয়ে দুই বিভাগেই পুরস্কারটি গেছে বার্সেলোনার ঘরে। ব্যালন না জিতলেও এই পুরস্কারটি পান লামিনে ইয়ামাল। বার্সেলোনার নারী দলের ভিকি লোপেজ জিতেছেন নারী বিভাগের পুরস্কারটি। এছাড়া সক্রেটিস অ্যাওয়ার্ড জেতে জানা ফাউন্ডেশন।

আরও পড়ুন

Lading . . .