Advertisement
  • হোম
  • খেলা
  • ওসাসুনার বিপক্ষে অভিষেক হতে পারে মাস্তানতুয়োনোর

ওসাসুনার বিপক্ষে অভিষেক হতে পারে মাস্তানতুয়োনোর

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

রেয়াল মাদ্রিদের হয়ে অভিষেকের দুয়ারে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ছবি: মাদ্রিদ জোন এক্স
রেয়াল মাদ্রিদের হয়ে অভিষেকের দুয়ারে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ছবি: মাদ্রিদ জোন এক্স

কাগজে-কলমে এখন কাস্তিয়ার খেলোয়াড় ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে মৌসুমের প্রথম ম্যাচেই রেয়াল মাদ্রিদ মূল দলের হয়ে অভিষেক হয়ে যেতে পারে তার। ওসাসুনার বিপক্ষে তরুণ এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারকে খেলানোর আভাস দিলেন ইউরোপের সফলতম দলটির কোচ শাবি আলোন্সো।

রিভার প্লেট ছেড়ে এই মৌসুমে রেয়ালে যোগ দিয়েছেন মাস্তানতুয়োনো। একসময়ে ভিনিসিউস জুনিয়র, আর্দা গিলেরদের যেমন ছিল, তারও প্রাথমিক ঠিকানা রেয়াল মাদ্রিদ কাস্তিয়া।

এরই মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয়ে যাওয়া ১৮ বছর বয়সী মাস্তানতুয়োনোর সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই আলোন্সোর। রেয়াল কোচ আভাস দিলেন, মৌসুমের প্রথম ম্যাচেই তরুণ এই প্রতিভাকে খেলাতে পারেন তিনি।

“প্রথমবার ওর সঙ্গে কথা বলার সময়ই ওর ব্যক্তিত্ব দেখে অবাক হয়েছিলাম। তখন ওর বয়স ছিল কেবল ১৭ এবং খুবই আত্মবিশ্বাসী। রেয়াল মাদ্রিদে আসার জন্য পদক্ষেপ নিতে সে ভীত ছিল না।”

“তার পরিপক্কতা, আকাঙ্ক্ষা ও মান আপনারা দেখছেন। সে খুব দ্রুত দলে মিশে যাবে। আগামীকাল সে কিছু সময় খেলতে পারে। সে মান, প্রাণশক্তি যোগ করবে দলে। রক্ষণেও সে মনোযোগী এবং বেশ গতিময়। তার মধ্যে সেই তাড়না ও আর্জেন্টাইন লড়াকু মনোভাব দেখেছি। ফাইনাল পাসে সে ভালো এবং সে খুব ভালো পর্যায়ে আছে।”

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার ওসাসুনা ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে রেয়াল।

Lading . . .