প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫
রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে আলোচনা অনেকটা অনিশ্চিত। গত কয়েক সপ্তাহ ধরে স্থগিত রয়েছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রতিনিধিদের দাবি, ক্লাবের সর্বশেষ প্রস্তাব গ্রহণ করার মতো কোনো যৌক্তিকতা নেই।
ব্রাজিলের এই তারকা খেলোয়াড় বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত রিয়ালে থাকবেন। যেখানে বোনাসসহ তার বার্ষিক আয় প্রায় এক কোটি ৭০ লাখ ইউরো। তবে তার প্রতিনিধিরা বেতন বছরে দু’কোটি ইউরো স্থায়ীভাবে বাড়ানো এবং ভেরিয়েবলসহ তিন কোটি ইউরো পর্যন্ত নেয়ার আশা করেছিলেন। কিন্তু রিয়ালের প্রস্তাব ছিল শুধু দু’কোটি ইউরো। এতে অতিরিক্ত কোনো বোনাস নেই।
ফলে এজেন্টরা মনে করছেন, তিন বছরের বাড়তি মেয়াদ যোগ করার জন্য এই বেতন বৃদ্ধি খুবই কম। তারা এখন অপেক্ষা করতে চান ২০২৫-২৬ মৌসুমে কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় ভিনিসিয়ুসের ভূমিকা কী থাকে, সেটি দেখার পর সিদ্ধান্ত নেবেন।
ইতোমধ্যে সৌদি প্রো লিগ থেকে ভিনিসিয়ুসকে নিয়ে আগ্রহের খবর শোনা গেলেও সাম্প্রতিক সময়ে সেই আগ্রহ অনেকটাই কমে গেছে।
এদিকে গেল বছর ব্যালন ডি’অরে রানার্স-আপ এবং ফিফার দ্য বেস্ট পুরস্কার জেতা ভিনিসিয়ুসের ২০২৪-২৫ মৌসুম ছিল বেশ ওঠানামার। লা লিগায় ৩০ ম্যাচে করেছিলেন মাত্র ১১ গোল, আর রিয়াল মাদ্রিদে বড় কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করেছেন ভিনি।
আরও পড়ুন