প্রকাশ: ১ জুলাই, ২০২৫

জিম্বাবুয়ে সফরে বুলাওয়ায়ে টেস্টে আনকোরা দক্ষিণ আফ্রিকার সামনে পাত্তাই পেল না স্বাগতিক জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৫৩৭ রানের লক্ষ্য তাড়ায় ২০৮ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ৩২৮ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
ক্যারিয়ারে স্রেফ দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন কর্বিন বশ। ৩০ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার আট নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে করেন অপরাজিত সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ৪১ বলে ৩৬। বল হাতে দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৪৩ রানে ৫ উইকেট।
২০০২ সালের অক্টোবরে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে জ্যাক ক্যালিসের পর, এই প্রথম দক্ষিণ আফ্রিকার কেউ একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেটের কীর্তি গড়লেন, সব মিলিয়ে এই তালিকায় দেশটির চতুর্থ বোলার বশ।
টেস্ট ইতিহাসে দীর্ঘ এই তালিকার প্রথম দুই ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকার। ১৮৯৯ সালে কেপ টাউনে ইংল্যান্ডের বিপক্ষে জিমি সিনক্লেয়ার ও ১৯১০ সালে জোহানেসবার্গে ইংল্যান্ডের বিপক্ষেই অব্রে ফকনার গড়েন এই কীর্তি। ক্যালিস এই স্বাদ পান দুই দফায়।
বশের আগে সবশেষ বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এই স্বাদ পান গত এপ্রিলে, চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষেই।
অভিষেক টেস্টে ১৬০ বলে ১৫৩ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার ১৯ বছর বয়সী ব্যাটিং সেনসেশন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।
দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, সবচেয়ে কম বয়সে দেড়শ ছোঁয়া ইনিংসের বিশ্ব রেকর্ডসহ বেশ কয়েকটি অর্জনে নাম লেখান বাঁহাতি এই ব্যাটসম্যান।
আরও পড়ুন