প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের মূল পর্বে অভিষেক হচ্ছে ওমান ক্রিকেট দলের। ১৭তম আসরে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে তারা। জয় দিয়ে এশিয়া কাপের অভিষেক স্মরণীয় করে রাখতে চায় ওমান। অন্যদিকে, জয় দিয়ে এশিয়া কাপ শুরুর লক্ষ্য পাকিস্তানেরও। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে পাকিস্তান-ওমান ম্যাচটি।
২০১৫ সালের জুলাইয়ে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওমানের। এরপর ২০১৯ সালের এপ্রিলে ওয়ানডে ফরম্যাটে পথচলা শুরু হয় তাদের। এখন পর্যন্ত ৬৫টি ওয়ানডে এবং ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ওমান। কিন্তু কখনও এশিয়া কাপের মূল পর্বে খেলা হয়নি তাদের।
২০১৬ সালে এশিয়া কাপের বাছাইপর্ব খেলেছিল ওমান। চার দলের সেই বাছাই পর্বে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে না পারায় মূল পর্বে খেলার টিকিট পায়নি তারা। অবশেষে নবম দেশ হিসেবে এশিয়া কাপে অভিষেক হচ্ছে ওমানের।
এশিয়া কাপে নিজেদের অভিষেক তথা পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে স্মরণীয় করে রাখতে মরিয়া ওমান। দলের অধিনায়ক জতিন্দর সিং বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচ দিয়ে আমরা প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলতে নামব। আমরা যে কোনো উপায়ে এ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাই। ব্যাট-বল হাতে দলের জন্য ভালো কিছু করার লক্ষ্য আমাদের।’