Advertisement
  • হোম
  • খেলা
  • শেষ সময়ে এক ঘণ্টা স্থগিত পাকিস্তানের ম্যাচ, খেলা ন...

শেষ সময়ে এক ঘণ্টা স্থগিত পাকিস্তানের ম্যাচ, খেলা নিয়ে ধোঁয়াশা

ঢাকা পোস্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

এশিয়া কাপের সুপার ফোরে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রুপে পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচটি রুপ নিয়েছে অলিখিত নক আউটে। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচটি নির্ধারিত সময়ের চাইতে এক ঘণ্টা স্থগিত রাখা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মুখপাত্র আমির মির এই তথ্য জানিয়েছেন।

অবশ্য ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পেছানোর বিষয়টি কে অনুমোদন করেছেন তা নিশ্চিত করা হয়নি। এমনকি পাকিস্তান ক্রিকেট দল ম্যাচটি খেলবে কিনা তাও পরিষ্কার করা হয়নি। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। যদিও পরবর্তীতে তারা সেই ঘোষণা থেকে সরে আসে বলে জানিয়েছিল কিছু গণমাধ্যম।

এদিকে পাকিস্তান ক্রিকেট দল নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর টিম হোটেল ছেড়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম ক্রিকবাজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় তাদের টিম হোটেল ছাড়ার কথা ছিল। তবে এক ঘণ্টা পর মাঠের উদ্দেশ্য রওনা দিয়েছেন তারা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা ছিল। এখন তা এক ঘণ্টা পেছানো হয়েছে।

আমিরাতের বিপক্ষে ম্যাচে জিতলে পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোরে যাবে। পিসিবির মুখপাত্র জানিয়েছেন, পিসিবি ও আইসিসির চেয়ারম্যান মহসিন নাকভি সাবেক দুই পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে ম্যাচটির বিষয়ে দুবাইতে একটি বৈঠক করছেন।

ভারতের বিপক্ষে ম্যাচের পর রেফারি অ্যান্ডি পাইক্রফটকে তাদের ম্যাচ থেকে বাদ দেওয়ার দাবি তোলে পিসিবি। আইসিসি তাদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় পিসিবি ম্যাচ বয়কটের হুমকি দেয়। বিষয়টি নিয়ে আইসিসি, এসিসি ও পিসিবি একটি বৈঠকও করেছে। কিন্তু সমঝোতা হয়নি বলে দাবি করেছে সংবাদ মাধ্যম।

পিসিবির শীর্ষ পর্যায় থেকে সংকেত না পাওয়ায় নির্ধারিত সময়ে টিম হোটেল ছাড়েনি পাকিস্তানের ক্রিকেটাররা। তবে আমিরাত দল নির্ধারিত সময়ে স্টেডিয়ামে এসে ম্যাচ পূর্ব গা গরম সারছেন। সম্প্রচার মাধ্যমের সঙ্গে কথাও বলেছেন কয়েকজন।

এএল

Lading . . .