Advertisement

২৭ বলেই জিতলো ভারত

মানবজমিন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

দুই দল মিলে ৪০ ওভারের লড়াই শেষ ১৭.৪ ওভারে। ভারতের সামনে দাঁড়াতেই পারল না সংযুক্ত আরব আমিরাত। কুলদিপ যাদব ও শিভাম দুবের দারুণ বোলিংয়ে অনায়াস জয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়নরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে ৯ উইকেটে জিতেছে ভারত। স্রেফ ১০ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে আমিরাত ৫৭ রানে গুটিয়ে যায় ১৩.১ ওভারে। সেই রান ভারত পেরিয়ে যায় ৪.৩ ওভারেই।

আরও পড়ুন

Lading . . .