Advertisement
  • হোম
  • খেলা
  • আইপিএল পরিচালনাকারী প্রতিষ্ঠান পাচ্ছে বিপিএলের দায়...

আইপিএল পরিচালনাকারী প্রতিষ্ঠান পাচ্ছে বিপিএলের দায়িত্ব

যুগান্তর

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

24obnd

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিক থাকলে আজই প্রতিষ্ঠানের নাম ঘোষণা করতে পারে বিসিবি। বিপিএল করার জন্য তিন বছরের দায়িত্ব পাচ্ছে আইপিএলসহ বিশ্বের বড় সব প্রোগ্রাম করার অভিজ্ঞতা থাকা আইএমজি।

তবে আবেদন করা বাকি চারটি কোম্পানি যুক্ত হওয়ার প্রক্রিয়া চালিয়েছিল। বিসিবি অভিজ্ঞতা, সফলতা এবং আর্থিক অবস্থা গুরুত্বের সঙ্গে দেখেছে। এছাড়া আম্পায়ারদের প্রশিক্ষণে সাইমন টাফেলের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে।

যে পাঁচটি কোম্পানি আগ্রহ দেখিয়েছিল তাদের মধ্যে তুলনায় আইএমজির ধারেকাছে কেউ নেই। তবে রাজনৈতিক ও ক্ষমতাধর ব্যক্তিরা কোম্পানি নির্ধারণের জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলকে চাপ দিয়েছে। বিসিবি অবশ্য আইএমজি’কেই দায়িত্ব দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু যুগান্তরকে বলেন, ‘আশা করছি সোমবারের মধ্যে নাম জানাতে পারব। যারা আগ্রহ প্রকাশ করে তারা তো সবাই কাজ পেতে চায়। কিন্তু আমরা যারা সবচেয়ে যোগ্য তাদেরই কাজ দিয়েছি।’

এদিকে সাইমন টাফেলকে দিয়ে বাংলাদেশের আম্পায়ারদের মান উন্নায়নে কাজ করাতে চেয়েছে বিসিবি। দুপক্ষের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। টাফেল বিসিবের কাছে দুই বছরের চুক্তিতে তিন কোটি ৪০ লাখ টাকার মতো দাবি করেছিলেন। এছাড়া কতজনকে প্রশিক্ষণ দেবেন এসব নিয়েও দর কষাকষি চলছে দুপক্ষের। তবে এখন সমঝোতার খুব কাছে।

Lading . . .