প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৮ রানের জয়ে সিরিজও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে গ্রিন ক্যাপদের বিপক্ষে এটিই প্রথম জয় টাইগারদের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গতকাল আগে ব্যাট করতে নেমে অন্যরা যখন ধরাশায়ী, তখন এক প্রান্ত আগলে রেখে রান যোগ করে যান জাকের আলী অনিক। খেলেন ৪৮ বলে ৫৫ রানের ম্যাচসেরা ইনিংস। তাতেই লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৪ বল বাকি থাকতে ১২৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। পাঁচে নামা জাকের আউট হন শেষ উইকেট হিসেবে। ২৫ বলে ৩৩ রানের ইনিংসে তাকে অনেকটা সময় সঙ্গ দেন শেখ মেহেদী। টপ অর্ডারের ব্যর্থতার দিন পঞ্চম উইকেটে দুজন মিলে যোগ করেন ৪৯ বলে ৫৩ রান। রান তাড়ায় পাকিস্তানের হয়ে আশা জাগিয়েও নবম উইকেট হিসেবে আউট হন ৩২ বলে ৫২ রান করা ফাহিম আশরাফ। ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে ম্যাচসেরা জাকের বলেন, ম্যাচ না জিতলে নিজের কোনো ইনিংসই গোনায় ধরেন না তিনি। এই ডানহাতি ব্যাটার বলেন, ‘ম্যাচ জেতানো ইনিংস খুব জরুরি। আমি শুধু ম্যাচ জেতানো ইনিংসগুলোই কাউন্ট করি। এ ছাড়া আর কোনো কিছু কাউন্ট করি না। যদি ভালো খেলি আর দল না জেতে, আমি কাউন্ট করি না। আজকে অবদান রাখতে পেরেছি, আজকে কাউন্ট হবে।’
আরও পড়ুন