প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

আগে ব্যাট করতে নেমে দুই অঙ্কের রান ছুঁতে পারেন আফগানিস্তানের কেবল দুজন। সেই সেদিকুল্লাহ আতাল ও ইবরাহিম জাদরানের ব্যাটে ভর করেই ভালো সংগ্রহ পায় আফগানরা। পরে বল হাতে পাকিস্তানকে আটকে দেয় রশিদ খানের দল। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ১৮ রানের তুলে নেয় আফগানিস্তান। এদিন সাকিব আল হাসানের পর স্রেফ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একটি রেকর্ড গড়েন আফগান ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ নবী।
বল হাতে মঙ্গলবার ২ উইকেট নেন ৪১ বছর বয়সী নবী। এতে আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটে মাইলফলক স্পর্শ করেন এ অভিজ্ঞ অলরাউন্ডার। প্রথমজনের নাম তো জানারই কথা, তিনি আবার এখন এ সংস্করণে সর্বোচ্চ উইকেটের মালিক, রশিদ খান। আগের ম্যাচেই আরব আমিরাতের সঙ্গে ৩ উইকেট নিয়ে এ বিশ্বরেকর্ড গড়েন রশিদ। তবে সীমিত ওভারের ক্রিকেটে আরেক জায়গায় রশিদের থেকে এগিয়ে নবী, টি-টোয়েন্টিতে দুই হাজারের বেশি রান। যদিও ব্যাট হাতে আগেই দুই হাজার রান ছাড়ান এ আফগান অলরাউন্ডার। মঙ্গলবারের ম্যাচ শেষে জাতীয় দলের জার্সিতে নবীর রান ২২৪৬, উইকেট ১০১টি। ব্যাট-বলে যৌথ এই কীর্তি গড়তে নবী ম্যাচ খেলেন ১৩৫টি। স্রেফ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান ও ১০০ উইকেটের কীর্তি গড়লেন নবী। এ তালিকার প্রথমজন সাকিব আল হাসান। ২০২২-এ এই রেকর্ড গড়েন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এই সংস্করণকে বিদায় জানিয়ে দেয়া সাকিবের রান ও উইকেট নবীর চেয়ে বেশি। সাকিবের ঝুলিতে আছে ২৫৫১ রান ও ১৪৯ উইকেট। এমনকি স্বীকৃত টি-টোয়েন্টিতেও এ বাঁহাতি স্পিনারের উইকেটসংখ্যা ঢের বেশি, সাকিবের ৫০৩ ও নবীর ৩৮৭।
ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৯ রান তোলে আফগানিস্তান। রান তাড়ায় নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৫১ রানে থামে পাকিস্তানের ইনিংস। আফগানদের হয়ে ব্যাটিংটা করেন শুধু আতাল ও জাদরানই। দ্বিতীয় উইকেটে এ জুটি থেকে আসে ৮০ বলে ১১৩ রান। ৪৫ বলে ৬৪ রানের ইনিংসে থামেন আতাল। আর জাদরান ফেরেন ৪৫ বলে ৬৫ রান করে। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন ফাহিম আশরাফ। রান তাড়ায় গ্রিন ক্যাপদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস আসে দশে নামা অপরাজিত হারিস রউফের (১৬ বলে ৩৪) ব্যাট থেকে। নবী ছাড়াও আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন ফজলহক ফারুকি, রশিদ খান ও নুর আহমেদ। পরবর্তী ম্য্যাচে আগামীকাল স্বাগতিক আরব আমিরাতের সঙ্গে খেলবে পাকিস্তান।
আরও পড়ুন