Advertisement
  • হোম
  • খেলা
  • বিসিবি নির্বাচন ঘিরে জমাট বাঁধছে ‘কালো মেঘ’

বিসিবি নির্বাচন ঘিরে জমাট বাঁধছে ‘কালো মেঘ’

মানবজমিন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

দেশের ক্রিকেট এক পা এগোলে পিছিয়ে যাচ্ছে বহু দূর। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পায়ের নিচে মাটি শক্ত করতে ক্রিকেটাররা প্রায় দুই যুগ ধরে ঘাম ঝরাচ্ছেন, কিন্তু উন্নতি যেন সোনার হরিণ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ধনভাণ্ডার ফুলেফেঁপে শতগুণ বেড়েছে। গত সোমবার গভীর রাতের সংবাদ সম্মেলনে জানানো হয়, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সর্বশেষ কমিটি বিসিবি’র কোষাগারে প্রায় ১৪০০ কোটি টাকা রেখে যাচ্ছে। গত ১৬ বছরে বিসিবি আর্থিকভাবে এগোলেও ক্রিকেট কতোটা এগিয়েছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলাদেশ দল যখন সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে ব্যস্ত, তখন দেশের ক্রিকেটাঙ্গনে অন্যতম আলোচনার বিষয় বিসিবি’র নির্বাচন। বিশেষ করে, বিসিবি’র সভাপতির চেয়ার কে দখল করবেন, তা নিয়ে প্রতিযোগিতা চলছে। দু’টি পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, এমনকি ঘেরাও করার হুমকিও দেয়া হচ্ছে। ক্রিকেট এখন রাজনীতির সঙ্গে মিলেমিশে একাকার। কে হবেন বিসিবি’র পরিচালক, কে হবেন সভাপতি! এই দৌড়ে আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং তামিম ইকবালের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। পর্দার আড়ালেও কয়েকটি নাম নিয়ে কথা চলছে। এমন পরিস্থিতিতে নানা খেলার মারপ্যাঁচে এই নির্বাচন ঘিরে দেশের ক্রিকেটে জমাট বাঁধছে কালো মেঘ। বিসিবি’র নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক পরিচালক বলেন, ‘যেখানে ক্ষমতায় যেতে এত নোংরামি, সেখানে ক্রিকেট নিরাপদ থাকবে কীভাবে! আমি নিজের নাম উল্লেখ করে কথা বলতেই ভয় পাচ্ছি। কারণ, কারও বিপক্ষে বললেই চোখ রাঙানি দেখতে হবে। দেশের ক্রিকেট অভিভাবক সংস্থার নির্বাচন হওয়ার কথা উৎসবমুখর পরিবেশে, কিন্তু সেখানে কার চেয়ে কার ক্ষমতা বেশি, তারই যেন প্রদর্শনী চলছে। এমন পরিস্থিতি দেশের ক্রিকেটের জন্য অশনিসংকেত।’ সবকিছু ঠিক থাকলে আগামী ৬ই অক্টোবর বিসিবি’র নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে গতকাল বিকালে খবর ছড়িয়ে পড়ে যে, নির্বাচন পিছিয়ে যেতে পারে। সন্ধ্যায় বিসিবি সংশোধিত তফসিল ঘোষণা করে, যেখানে নির্বাচনের দিনক্ষণ অপরিবর্তিত রাখা হয় এবং কাউন্সিলর তালিকা প্রকাশে দেরির কারণ ব্যাখ্যা করা হয়। সেই সঙ্গে মনোনয়নপত্র বিতরণ, জমা এবং ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন দিনক্ষণও জানানো হয়। এই সংবাদ বিজ্ঞপ্তির পরও বিসিবি’র নির্বাচন আয়োজন নিয়ে সংশয় কেটেছে, তা বলা কঠিন। বিসিবি’র বেশ কয়েকজন পরিচালক এখনো বিশ্বাস করতে পারছেন না যে শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা। নাম প্রকাশ না করার শর্তে একজন তরুণ পরিচালক বলেন, ‘জানি না শেষ পর্যন্ত নির্বাচন স্থগিত হয়ে যায় কিনা! এখনো প্রবল সম্ভাবনা রয়েছে। যা হচ্ছে, তা নিয়ে কিছু বলার মতো শব্দ আমার কাছে নেই। তবে নির্বাচন না হলে দেশের ক্রিকেটের যে ক্ষতি হবে, সেটা সবাই বোঝে। নির্বাচন ঘিরে এখনো অনেক চমক বাকি। বিশেষ করে খসড়া ভোটার তালিকা প্রকাশ হলে তা নিয়ে জটিলতা আরও বাড়বে বলেই মনে হয়।’

আরও পড়ুন

Lading . . .