Advertisement
  • হোম
  • খেলা
  • ভুটান লীগে অভিষেকেই ম্যাচসেরা শামসুন্নাহার

ভুটান লীগে অভিষেকেই ম্যাচসেরা শামসুন্নাহার

মানবজমিন

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

24obnd

প্রথমবার বাইরের লীগে খেলতে গিয়েই বাজিমাত করলেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফর্ম ধরে রেখেছেন ভুটান নারী লীগেও। প্রথম ম্যাচে রয়েল থিম্পু কলেজের (আরটিসি) হয়ে খেলে বড় জয় পেয়েছেন তারা। শামসুন্নাহার ও তহুরা খাতুনের নৈপুণ্যে আরটিসি ৪-০ গোলে হারায় উগেন একাডেমিকে। ম্যাচসেরা হয়েছেন শামসুন্নাহার জুনিয়র। শামসুন্নাহার শুরুতে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে দল ৩-০ গোলে এগিয়ে ছিল। তহুরা করেন চতুর্থ গোল। অন্য গোল দুটি স্থানীয়দের কাছ থেকে এসেছে।
শামসুন্নাহার এক গোল করে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচ শেষে এই ফরোয়ার্ড বলেছেন, ‘প্রথম ম্যাচ খেলেছি। ম্যাচসেরা হয়েছি ভালো লাগছে।’ আর স্ট্রাইকার তহুরা খাতুন বলেন, ‘আজ প্রথম ম্যাচে আমরা ভালো খেলেছি। সামনের ম্যাচেও ভালো খেলতে চাই।’ মিয়ানমারে সর্বশেষ এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জার্সি গায়ে সমান তিনটি করে গোল করেন তহুরা ও শামসুন্নাহার।

আরও পড়ুন

Lading . . .