Advertisement
  • হোম
  • খেলা
  • ২ ম্যাচে শতভাগ সাফল্যের পরও খুশি নন ‘বর্ষসেরা কোচ’...

২ ম্যাচে শতভাগ সাফল্যের পরও খুশি নন ‘বর্ষসেরা কোচ’ ফ্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স।
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স।

ফলাফলের বিচারে মৌসুমের শুরুটা প্রত্যাশিতই হয়েছে বার্সেলোনার। দুই ম্যাচ খেলে জয় পেয়েছে দুটিতেই। কিন্তু দলটির কোচ হান্সি ফ্লিক পুরোপুরি সন্তষ্ট নন। তাই দীর্ঘ মৌসুমে গতবারের সাফল্যের ধারা ধরে রাখতে উন্নতির তাগিদ দিলেন এই জার্মান।

বার্সেলোনায় অভিষেক মৌসুমে অবিশ্বাস্য সফল সময় কাটান ফ্লিক। তার কোচিংয়ে ২০২৪-২৫-এ লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয় করে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগেও ফাইনাল খেলার খুব কাছাকাছি ছিল তারা, কিন্তু ইন্টার মিলানের বিপক্ষে সেমি-ফাইনালে দুই লেগের রুদ্ধশ্বাস লড়াইয়ে হেরে যায় দলটি।

দারুণ সেসব প্রাপ্তির স্বীকৃতিস্বরূপ, হামবুর্গে সোমবার অনুষ্ঠিত জার্মান সাপ্তাহিকী স্পোর্ট বিল্ডের অনুষ্ঠানে বর্ষসেরা কোচ নির্বাচিত হন ফ্লিক। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে অবশ্য উপস্থিত ছিলেন না তিনি। বার্সেলোনা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন, কৃতজ্ঞতা জানান সবাইকে।

“আমার কোচিং স্টাফদের প্রতিনিধি হয়ে এটা নিতে পেতে সম্মানিত বোধ করছি। দারুণ একটি পুরস্কার পেয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।”

নতুন মৌসুমে এখন পর্যন্ত কেবল লা লিগায় দুটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। মায়োর্কার মাঠে ৩-০ গোলে জয়ের পর, গত শনিবার লেভান্তের মাঠে জিতেছে ৩-২ গোলে।

ম্যাচ দুটির ফল নিশ্চিতভাবেই শতভাগ ইতিবাচক, তবে ফ্লিক পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না মাঠে দলের সামগ্রিক পারফরম্যান্সে। তবে সবশেষ ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, এতে অবশ্য বেশ খুশি তিনি।

“পয়েন্টের হিসেবে মৌসুম ভালোই যাচ্ছে। কিন্তু আমি এখনও পুরোপুরি সন্তুষ্ট নই। তবে, সবশেষ ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আমরা তিনটি গোল করেছি এবং পূর্ণ তিন পয়েন্ট পেয়েছি। এটা অবশ্যই ভালো দিক এবং সামনের ম্যাচগুলোর জন্য আমাদের আত্মবিশ্বাসী করে তুলছে।”

Lading . . .