করমর্দন বিতর্কে পাকিস্তানের দাবি নাকচ করলো আইসিসি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের বাইরের কাহিনীতে আলোচনা- সমালোচনা এখন তুঙ্গে। এশিয়া কাপে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে পরিবর্তন করতে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) কাছে অনুরোধ জানায় পাকিস্তান। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের খবর, পাকিস্তান ক্রিকের বোর্ডের (পিসিবি) সে দাবি আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছে আইসিসি।
প্রতিবেদনে বলা হয়, আইসিসি’র অপারেশনস অথবা আইনি বিভাগ থেকে পিসিবি’র সঙ্গে যোগাযোগ করা হয়। সংস্থাটির পক্ষ হতে চিঠিতে পিসিবিকে জানানো হয়, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যকার ম্যাচটিতে দুই অধিনায়কের হাত না মেলানোর ঘটনায় কোনো ভূমিকা নেই ৬৯ বছর বয়সী পাইক্রফটের।
আইসিসি জানায়, মাঠে থাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তারাই এ জিম্বাবুইয়ান ম্যাচ রেফারিকে জানান যে, দু’দলের টসের সময় অধিনায়কেরা করমর্দন করবেন না। সেখানে স্পষ্ট করে বলা হয়, ভারতীয় দলের পক্ষ নিয়ে পাইক্রফট কিছু বলেননি। তবে এ বিষয়ে জানতে ক্রিকবাজের পক্ষ থেকে পিসিবি’র সঙ্গে যোগাযোগ করা হলে, আইসিসি’র চিঠির ব্যাপারে অস্বীকার করে পিসিবি।
এর আগে দেশটির ক্রিকেট বোর্ড অভিযোগ জানায় যে, পাইক্রফটই নাকি টসের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে মানা করেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘাকে। নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে পাকিস্তান। সে ম্যাচের দায়িত্বেও আছেন পাইক্রফট। তবে পিসিবি প্রকাশ্যে জানিয়ে দেয়, মাচটি থেকে পাইক্রফটকে সরিয়ে না নিলে তারা আরব আমিরাত ম্যাচ বর্জন করবে।
এ ঘটনার পর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি লেখেন, ‘আইসিসি কোড অব কন্ডাক্ট ও এমসিসি আইন ভঙ্গের অভিযোগে আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসি’র কাছে অভিযোগ জানিয়েছি। এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারির তাৎক্ষণিক অপসারণ দাবি করেছে পিসিবি।’
এখন দেখার বিষয়, এসিসি’র সভাপতি হিসেবে পিসিবি চেয়ারম্যান নাকভি আরব আমিরাত ম্যাচের রেফারিকে পরিবর্তনের চেষ্টা করতে পারেন কিনা। যদিও এশিয়া কাপ এসিসি’র টুর্নামেন্ট হলেও, ম্যাচ রেফারি নিয়োগ দেয় আইসিসিই। তাই কাউকে কোনো দায়িত্ব থেকে সরিয়ে নতুন কাউকে আনতে হলে আইসিসিকেই হস্তক্ষেপ করতে হবে।
ভারত-পাকিস্তান ম্যাচের মাঠের বাইরের ঘটনায় জল গড়ানো শুরু করে ঠিক ম্যাচ শেষ হওয়ার পর থেকেই। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে সোজা ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান ভারতের দুই অপরাজিত ব্যাটার সূর্য ও শিবম দুবে। তারা ভেতরে ঢুকে গেলে কেউ একজন দরজা লাগিয়ে দেন, যাতে পাকিস্তানের কেউ তাদের সঙ্গে দেখা করতে না পারেন! এ ঘটনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করে পাকিস্তান দল।
আরও পড়ুন