প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫
-68944b7d54021.jpg)
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলারদের একজন। মঙ্গলবার লন্ডনের লর্ডসে দ্য হান্ড্রেড ২০২৫ আসরের প্রথম ম্যাচেই গড়লেন নতুন এক বিশ্ব রেকর্ড। ওভাল ইনভিনসিবলসের হয়ে মাঠে নেমেই রশিদ বনে গেলেন ইতিহাসের প্রথম ক্রিকেটার যিনি টি-টোয়েন্টিতে ৬৫০ উইকেট শিকার করেছেন।
তিনি মাত্র ২০ বল করে ১১ রানে ৩টি উইকেট নেন। তার শিকার হন ওয়েন ম্যাডসেন, রায়ান হিগিন্স ও লিয়াম ডসন।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সর্বোচ্চ উইকেট রশিদের – ৬৫১। প্রথম বোলার হিসেবে ছুঁয়েছেন ৬৫০ রানের মাইলফলক। এর পরেই আছেন ডোয়েইন ব্রাভো (৬৩১), সুনীল নারাইন (৫৮৯), ইমরান তাহির (৫৪৭) ও সাকিব আল হাসান (৪৯৮)।
ম্যাচের পরে রশিদ বলেন, ‘জয় দিয়ে শুরুটা ভালো হয়েছে। দলের হয়ে ভালো খেলতে পেরে ভালো লাগছে।’
আইপিএলের পর বিশ্রামের কারণে মেজর লীগ ক্রিকেটে খেলেননি রশিদ। তবে মাঝে খেলেছিলেন আফগানিস্তানের লিগ শপাগিজা ক্রিকেট লিগে। তবু ইংল্যান্ডে মানিয়ে নিতে বেশ কিছু সময় লেগেছে তার।
তিনি বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে কিছুটা সময় লেগেছে। গত কয়েক মাসে আমি বল করিনি, তবে গত দশ বছরে যতো ক্রিকেট খেলেছি, তা আমার অনেক কাজে লাগে।’
তিনি আরও বলেন, ‘পিচে টার্ন ছিল, আমি সঠিক জায়গায় বল করতে চেয়েছি। বৈচিত্র্য আনতে চেয়েছিলাম, তা ভালোই কাজে দিয়েছে। এমন টুর্নামেন্টে অভিজ্ঞতা অনেক সাহায্য করে, যেখানে খেলার গতি খুবই দ্রুত।’
রশিদের দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে স্যাম কারানও ১৮ রানে ৩ উইকেট নেন। লন্ডন স্পিরিট অলআউট হয়ে যায় মাত্র ৮০ রানে। এরপর সহজেই রান তাড়া করে ম্যাচ জিতে শিরোপা ধরে রাখার লড়াইয়ে দুর্দান্ত সূচনা করে ওভাল ইনভিনসিবলস।
আরও পড়ুন