Advertisement
  • হোম
  • খেলা
  • বার্সেলোনা-মায়োর্কা ম্যাচের রেফারিং বিতর্ক নিয়ে যা...

বার্সেলোনা-মায়োর্কা ম্যাচের রেফারিং বিতর্ক নিয়ে যা বললেন আলোন্সো

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

শাবি আলোন্সো। ছবি: মাদ্রিদ জোন এক্স
শাবি আলোন্সো। ছবি: মাদ্রিদ জোন এক্স

লা লিগায় বার্সেলোনা ও মায়োর্কার ম্যাচের রেফারিং বিতর্ক নিয়ে প্রশ্নে খুব একটা গভীরে যেতে চাইলেন না শাবি আলোন্সো। তবে মায়োর্কা কোচ হাগোবা আরাসতের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেন রেয়াল মাদ্রিদ কোচ।

গত শনিবার মায়োর্কার মাঠে ৩-০ গোলের জয় দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে বার্সেলোনা।

ম্যাচটিতে প্রথমার্ধেই ৯ জনের দলে পরিণত হয়েছিল মায়োর্কা। ম্যাচে বিতর্কিত মুহূর্ত ছিল বেশ কিছু, বিশেষ করে প্রথমার্ধে রেফারির কিছু সিদ্ধান্ত মায়োর্কা শিবির ও স্টেডিয়ামে উপস্থিত তাদের সমর্থকদের ক্ষুব্ধ করে তুলেছিল।

সবচেয়ে আলোচিত বিষয় ছিল বার্সেলোনার ফেররান তরেসকে গোল দেওয়ার সিদ্ধান্ত। লামিনে ইয়ামালের গতিময় শট হেড করে ফেরানোর পর মাটিতে শুয়ে পড়েন মায়োর্কা অধিনায়ক আন্তোনিও রাইয়ো। খেলা বন্ধের ইশারা করেননি রেফারি। স্বাগতিক খেলোয়াড়রা বল ক্লিয়ার করতে না পারায় ডি-বক্সের বাইরে পেয়ে ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন তরেস।

খেলোয়াড় পড়ে যাওয়ার পর খেলা বন্ধ না করায় বেশ চটে যান মায়োর্কা কোচ আরাসতে। প্রতিবাদ জানিয়ে তিনি দেখেন হলুদ কার্ড।

ওই ঘটনা নিয়ে ম্যাচের পর ক্ষোভ প্রকাশ করেন আরাসতে।

“আমরা সবাই ঘটনাটি দেখেছি। গত সপ্তাহের আলোচনায় তারা আমাদের এটি ব্যাখ্যা করেছিল। যদি কারো মাথায় আঘাত লাগে, খেলা বন্ধ করা হবে।”

“আমরা সবাই ভেবেছিলাম, তিনি (রেফারি) বাঁশি বাজিয়েছেন, কিন্তু তিনি গোলের সিদ্ধান্ত দেন; আমি ঠিক বুঝতে পারছি না। তিনি এসে বললেন, রাইয়োর মাথায় সমস্যা বোধ হচ্ছে না, যদিও তিনি তা জানেন না।”

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে রেয়াল মাদ্রিদ। আগের দিন আলোন্সোর সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় বার্সেলোনা-মায়োর্কা ম্যাচের রেফারিং বিতর্ক নিয়ে। অল্প কথায় উত্তর দেন এই স্প্যানিশ কোচ।

“অন্যান্য দলে (ম্যাচে) কী ঘটছে, তা নিয়ে মন্তব্য করা আমার কাজ নয়, তবে হাগোবা আরাসতে যা বলেছেন, তা আমি শুনেছি এবং তিনি ঘটনাটা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন।”

আগামী ডিসেম্বরে বার্সেলোনা-ভিয়ারিয়ালের লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের ব্যাপারে গত সপ্তাহে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সবুজ সংকেত দেওয়ার পরদিন এর বিরোধিতা করে বিবৃতি প্রকাশ করে রেয়াল। এই পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন আলোন্সোও।

“ক্লাবের বক্তব্যের সঙ্গে আমি পুরোপুরি একমত। যদি নিয়ম পরিবর্তন করা হয়, তবে তা অবশ্যই সকল ক্লাবের সম্মতি নিয়ে হতে হবে, এক্ষেত্রে তা হয়নি।”

লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রে নেওয়ার চেষ্টা কয়েক বছর ধরেই করে আসছে লা লিগা। এবারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখনও অবশ্য উয়েফা, যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন, কনকাকাফ ও সবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

ফিফার চূড়ান্ত অনুমোদন মিললে বিদেশের মাটিতে ইউরোপের বড় লিগগুলোর প্রথম ম্যাচ হবে এটি।

Lading . . .