Advertisement
  • হোম
  • খেলা
  • জাতীয় হ্যান্ডবলে আবারও সেরা আনসারের মেয়েরা

জাতীয় হ্যান্ডবলে আবারও সেরা আনসারের মেয়েরা

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

জাতীয় হ্যান্ডবলের নারী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপির রাজত্ব চলছেই। ছবি: বাংলাদেশ হ‍্যান্ডবল ফেডারেশন
জাতীয় হ্যান্ডবলের নারী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপির রাজত্ব চলছেই। ছবি: বাংলাদেশ হ‍্যান্ডবল ফেডারেশন

দুই অর্ধেই লড়াই হলো জমজমাট। কিন্তু বাংলাদেশ আনসার ও ভিডিপির সঙ্গে পেরে উঠল না বাংলাদেশ পুলিশ। রোমাঞ্চকর জয়ে জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের নারী বিভাগের শিরোপা ধরে রাখল আনসার।

পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে সোমবার ফাইনালে পুলিশকে ৩৫-২৯ গোলে হারিয়েছে আনসার। প্রথমার্ধে চ্যাম্পিয়নরা এগিয়ে ছিল ১৭-১২ ব্যবধানে।

গত আসরেও ফাইনালে আনসারের বিপক্ষে হেরে স্বপ্ন ভেঙেছিল পুলিশের। ১৯৮৩ সালে এই প্রতিযোগিতা শুরুর পর থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত ৩৬টি আসরের মধ্যে ২৪ বার চ্যাম্পিয়ন হলো আনসার।

প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ পুলিশের দলের রুবিনা ইসলাম।

জাতীয় নারী হ্যান্ডবলে প্রথমবারের মত চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে ট্রফির পাশাপাশি ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া রানার্সআপ দল পেয়েছে ১৫ হাজার টাকা। ঢাকা জেলাকে ৩৪-২২ গোলে হারিয়ে তৃতীয় হওয়া পঞ্চগড় জেলা পেয়েছে ১০ হাজার টাকা।

Lading . . .