টি-টোয়েন্টির চূড়ায় রশিদ সাকিব-মোস্তাফিজ কোথায়?
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

টি-টোয়েন্টি ক্রিকেটের সময়ের অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হয় রশিদ খানকে। এবার আনুষ্ঠানিকভাবে পেয়ে গেলেন স্বীকৃতিও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন রশিদের চেয়ে বেশি উইকেট নেই আর কারও। সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ৩ উইকেট তুলে নিয়ে এ বিশ্ব রেকর্ড গড়েন আফগান তারকা।
সীমিত ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ১৬৫ উইকেট নিতে রশিদ খেললেন ৯৮ ইনিংস। সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাতের বিপক্ষে ৩৮ রানে জয় তুলে নেয় আফগানিস্তান। আফগানদের দেয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫০ রানে থামে স্বাগতিকদের ইনিংস। এ ম্যাচেই ৪ ওভারে স্রেফ ২১ রানের খরচে ৩টি উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন রশিদ। অবসরে যাওয়া নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি এতদিন শীর্ষে ছিলেন ১২৩ ইনিংসে ১৬৪ উইকেট নিয়ে। কিউই পেসারকে টপকাতে ৩ উইকেটেরই দরকার ছিল ২৬ বছর বয়সী রশিদের। এ তালিকায় একসময় সবার উপরে ছিলেন সাকিব আল হাসান। তবে গেল বছর বিশ্বকাপের পর এ সংস্করণে আর দেখা যায়নি এ বাঁহাতি স্পিনারকে। পরে তো সেপ্টেম্বরে টি-টোয়েন্টিকে বিদায়ই জানিয়ে দেন তিনি। সাকিব প্রথমবার সীমিত ওভারের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার এ টাইগার বোলার ছাড়ান শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে (৮৩ ইনিংসে ১০৭ উইকেট)। শেষ পর্যন্ত সাকিব থামেন ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়ে। তালিকার চারে থাকা ৩৮ বছর বয়সী সাকিবের উপরে আছেন আরেক কিউই তারকা, লেগ স্পিনার ইশ সোধি। ১২১ ইনিংস বল করে তার সংগ্রহ ১৫০ উইকেট। সাকিবের পরেই পাঁচে থাকা মোস্তাফিজুর রহমান হয়তো দ্রুতই ছাড়িয়ে যাবেন দেশসেরা অলরাউন্ডারকে। ১১২ ইনিংসে ১৪২ উইকেট আছে মোস্তাফিজের ঝুলিতে।
এদিনের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রান তাড়ায় নেমে আরব আমিরাতের স্রেফ ৩ ব্যাটারই দুই অঙ্কের রান ছুঁতে পারেন। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ৩৭ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেললেও তা পর্যাপ্ত হয়নি দলের জন্য। ৩৫ বলে ৫২ রানে অপরাজিত থাকেন রাহুল চোপড়া। যদিও বিশ্ব রেকর্ড গড়েও ম্যাচসেরা পুরস্কার পাননি রশিদ। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেয়া তার সতীর্থ শারাফুদ্দিন আশরাফের হাতে ওঠে এ স্বীকৃতি।
আরও পড়ুন