মানবজমিন
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছে টটেনহ্যাম। ইউরোপা লীগ জিতে গত মৌসুম শেষ করেছিল টটেনহ্যাম। সেই শিরোপা জয়ের আত্মবিশ্বাস দেখা গেলো ইপিএলের শুরুতেই। সিটিকে হারিয়ে টানা দুই জয় তুলে নিলো তারা।
আজ ম্যানসিটির ঘরের মাঠ ইত্তিহাদে ২-০ গোলে জিতেছে টটেনহ্যাম। প্রথমার্ধে ব্রেননান জনসন ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন জোয়াও পালিনহা। ২ ম্যাচে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষে টটেনহ্যাম। আর এক জয় ও হার নিয়ে ৫ নম্বরে সিটি।
আরও পড়ুন