Advertisement
  • হোম
  • খেলা
  • তর্ক-বিতর্কের পর শিরিনকে টপকে দ্রুততম মানবী সুমাইয়...

তর্ক-বিতর্কের পর শিরিনকে টপকে দ্রুততম মানবী সুমাইয়া

মানবজমিন

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

24obnd

জাতীয় অ্যাথলেটিকসের এবারের আসর শুরুর আগের দিনের সংবাদ সম্মেলন জুড়ে ছিল বিচার কার্যক্রমের বিতর্ক নিয়ে প্রশ্ন। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছিলেন, এবার নির্ভুল ফলাফল পাওয়া যাবে! কিন্তু আসরের প্রথম দিনেই শিরিন আক্তার নাকি সুমাইয়া দেওয়ান দ্রুততম মানবী কে হলেন তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সুমাইয়াকে দেশের নতুন দ্রুততম মানবী ঘোষণা করেন বিচারকরা।
দৌড় শেষ করে নিজেই সন্দিহান ছিলেন দেশের ১৬বারের দ্রুততম মানবী শিরিন। বার বার তাকাচ্ছিলেন বিচারকদের দিকে। শুধু তাই নয়, বিচারকদের আসনের পাশেই নৌবাহিনীর পতাকা নিয়ে দাঁড়িয়েও ছিলেন তিনি। নিজ কানে শুনতে চাইছিলেন ১৭ বার সেরা হওয়ার ঘোষণা। একই সময়ে সাংবাদিকরা একই সংস্থার সুমাইয়া দেওয়ানের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিবাদে এগিয়ে আসেন শিরিন। কথা বলতে বাধা দেন। বলেন আমি চ্যালেঞ্জ করব। করেনও। কিন্তু তা অন প্রটেস্টে থাকল। ফটো ফিনিশিং দেখে সুমাইয়াকেই দেশের নতুন দ্রুততম মানবী ঘোষনা করেন বিচারকরা। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.১৯ সেকেন্ড টাইমিং নিয়ে স্বর্ণ জেতেন সুমাইয়া দেওয়ান। হাড্ডাহাড্ডি রেসে দ্বিতীয় শিরিন আক্তার। তিনি দৌঁড় শেষ করেন ১২.২১ সেকেন্ডে। ৪ বছর পর দ্রুততম মানবীর মুকুট পুনরুদ্ধার করে উচ্ছ্বসিত সুমাইয়া বলেন, ‘অনেক পরিশ্রম করে আমি প্রথম হয়েছি। সামনের দিকে এখন এগিয়ে যেতে চাই। আমার কোচ (মেহেদী হাসান) যেভাবে ট্রেনিং করিয়েছেন সেভাবেই ফল পেয়েছি। এখন আমি এসএ গেমসেও ভালো কিছু উপহার দিতে চাই।’
এর আগে গতকাল বিকালে জাতীয় স্টেডিয়ামে মেয়েদের ১০০ মিটার শেষ হওয়ার পর প্রথমে শিরিনকে দ্রুততম মানবী ঘোষণা করা হয়। তবে এর কিছুক্ষণ পর আবার ঘোষণা দেওয়া হয়, ফটোফিনিশে নাকি প্রথম হয়েছেন সুমাইয়া। সঙ্গে সঙ্গে ক্ষোভ প্রকাশ করেন শিরিন, এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান আয়োজক অ্যাথলেটিকস ফেডারেশনের কাছে। এ নিয়ে অনেকক্ষণ ধরে তর্ক-বিতর্ক হয় জাতীয় স্টেডিয়ামে। এরপর শেষ পর্যন্ত সুমাইয়াকেই দ্রুততম মানবী ঘোষণা করেন বিচারকেরা। এ নিয়ে দ্বিতীয়বার জাতীয় চ্যাম্পিয়ন হলেন সুমাইয়া। তিনি সময় নিয়েছেন ১২.১৯ সেকেন্ড। শিরিনের লেগেছে ১২.২১ সেকেন্ড। ১২.৪১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন শরিফা খাতুন। তিনজনই বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট। এতে করে দ্রুততম মানবীর মুকুট হারালেন শিরিন। এর আগে ২০২১ সালেও এই সুমাইয়ার কাছেই মুকুট হারান তিনি।

আরও পড়ুন

Lading . . .