Advertisement

তাহিরপুরে বালু মহালের ইজারাদার গ্রেফতার

যুগান্তর

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

24obnd

লন্ডনে পালিয়ে থাকা সাবেক এমপি রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ সহযোগী সীমান্তনদী জাদুকাটা বালি মহাল-১ এর সাবেক ইজারাদার রতন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১১টায় রাজধানী ঢাকার ডিএমপির শাহআলী থানা পুলিশ সংক্ষুদ্ধ জনতার রোশানল থেকে বাঁচাতে গ্রেফতার করে তাকে পুলিশী হেফাজতে নেয়। বৃহস্পতিবার ডিএমপি মিরপুর জোনের শাহআলী থানার ওসি মোহাম্মদ গোলাম আজম তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শাহআলী এলাকার স্থানীয় সংক্ষুদ্ধ জনতা রতনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

প্রসঙ্গত, সুনামগঞ্জের তাহিরপুরের খনিজ বালি পাথর সমৃদ্ধ জাদুকাটা-১ বালি মহাল সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি রতন মিয়া ও উপজেলার ঘাগটিয়া গ্রামের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, জেলা পরিষদের অব্যাহতি প্রাপ্ত সদস্য মুজিবুর রহমান তালুকদার জাদুকাটা বালি মহাল-২ যৌথভাবে সিন্ডিকেটে প্রক্রিয়ার মাধ্যমে ১৪৩১ বাংলা সনের জন্য ইজারাপ্রাপ্ত হন।

Lading . . .