জোকোভিচের ‘২৫’, আলকারাজের ‘হ্যাটট্রিক’ না সিনারের ‘প্রথম’
প্রকাশ: ৩০ জুন, ২০২৫

‘২৫’—২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন থেকেই সংখ্যাটাকে পাখির চোখ করে গ্র্যান্ড স্লামে খেলতে নামছেন নোভাক জোকোভিচ। আজ থেকে শুরু উইম্বলডনেও সেই ‘২৫’-এ চোখ জোকোভিচের। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হয়ে নারী-পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্লাম একক জয়ের রেকর্ডটা এবার করতে পারবেন জোকোভিচ? শুধু এই প্রশ্নই নয়, অল ইংল্যান্ড ক্লাবে আগামী দুই সপ্তাহে তো উত্তর মিলতে পারে আরও অনেক কিছুরই।
ফ্রেঞ্চ ওপেনের মতো সিনার-আলকারাজের আরেকটি মহাকাব্যিক ফাইনাল দেখার প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। উইম্বলডনে পুরুষ এককের শীর্ষ দুই বাছাইয়ের ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই। সেমিফাইনাল বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড় ও টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনারের সম্ভাব্য প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। সাতবারের চ্যাম্পিয়ন জোকোভিচের বাধা পেরোলেই প্রথমবার উইম্বলডনে ফাইনালে উঠবেন ইতালিয়ান তারকা।
উইম্বলডনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি কার্লোস আলকারাজের। সর্বশেষ দুই ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন স্প্যানিশ তরুণ তুর্কি। উইম্বলডনে পুরুষ এককে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সর্বশেষ কীর্তি জোকোভিচের। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছিলেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জোকোভিচ। ২০২০ সালে করোনায় হয়নি উইম্বলডন।
আরেকটি গ্র্যান্ড স্লাম জিতলেই নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়বেন ২৪ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ। এবার উইম্বলডনটা জিতলে রজার ফেদেরারের আটবার উইম্বলডন জয়ের রেকর্ডও ছুঁয়ে ফেলবেন সার্বিয়ান তারকা। ৩৮ বছর বয়সী ভাঙবেন উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জয়ে কেন রোজওয়ালের রেকর্ডও। ১৯৭২ সালে ৩৭ বছর ৬২ দিন বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ড গড়েছিলেন রোজওয়াল।
২০১৬ সালে সেরেনা উইলিয়ামস টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের সপ্তম উইম্বলডন জয়ের পর মেয়েদের টানা দুবার চ্যাম্পিয়ন হতে পারেননি কেউ। এরপর হওয়া সাত আসরে নারী একক জিতেছেন সাতজন—মুগুরুজা, কেরবার, হালেপ, বার্টি, রিবাকিনা, ভন্দ্রুসোভা ও ক্রেইচিকোভা। এবার কি আটে আট হবে?
তারিখ ৩০ জুন-১৩ জুলাই
প্রাইজমানি ৫.৩৫ কোটি পাউন্ড (প্রায় ৯০০ কোটি টাকা)
একক চ্যাম্পিয়নরা পাবেন ৩০ লাখ পাউন্ড (প্রায় ৫০ কোটি টাকা)