Advertisement

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

যুগান্তর

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

ফাইল ছবি
ফাইল ছবি

দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত বেড়েছে। একই সঙ্গে উপকূলে বৃষ্টিপাত কিছুটা কমেছে। আজও দেশের চার বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া তিন বিভাগে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৭ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার ঢাকায় বৃষ্টিপাত কমতে পারে। এরপর আবার বাড়তে পারে। আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বেশি বৃষ্টি হতে পারে।

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে ময়মনসিংহ জেলায়। এসময় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৮ মিলিমিটার।

Lading . . .