Advertisement

Vietnam fire | ভিয়েতনামে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃত ৮The Daily Star Bangla

ডেইলি স্টার

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫

ভিয়েতনামের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৮ জন প্রাণ হারিয়েছেন। ছবি: এএফপি
ভিয়েতনামের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৮ জন প্রাণ হারিয়েছেন। ছবি: এএফপি

ভিয়েতনামের হো চি মিন সিটির দক্ষিণের ব্যবসায়িক কেন্দ্রে অগ্নিদুর্ঘটনায় দুই শিশুসহ আট ব্যক্তি মারা গেছেন।

আজ সোমবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

রোববার পাঁচ তলা অ্যাপার্টমেন্টটির নিচ তলায় আগুনের সূত্রপাত হয়।

নিঃশ্বাসের সঙ্গে ধোঁয়া গ্রহণের কারণে ওই আট ব্যক্তি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় বাসিন্দারা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম থান নিয়েন এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, 'অ্যাপার্টমেন্ট থেকে সাহায্যের জন্য চিৎকার শুনতে পাচ্ছিলাম। উঁচু তলার অনেক বাসিন্দা ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। পুরো ব্যাপারটা ভয়াবহ ছিল।'

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

সাম্প্রতিক সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রে ভিয়েতনামে বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হয়েছে।

২০২৩ সালে হ্যানয়ের এক অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ৫৮ জন মারা যায়। ওই ঘটনার জেরে আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এটা ছিল দুই দশকের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

ডিসেম্বরে হ্যানয়ের এক কারাওকে বারে অগ্নিসংযোগের দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই দুর্ঘটনায় ১১ জন নিহত হন।

Lading . . .