
প্রোসপেরা: মৃত্যু আর কর ফাঁকি দিতে ধনকুবেররা ছুটে যান যে দ্বীপে
ক্যারিবিয়ান অঞ্চল বরাবরই ছুটির গন্তব্য হিসেবে পরিচিত—ফিরোজা সমুদ্র, সাদা বালু আর ঝামেলাহীন সময়। কিন্তু হন্ডুরাসের রোয়াতান নামের এক দ্বীপে গড়ে উঠছে এক ভিন্নধারার স্বর্গ—যেখানে মানুষ শুধু অবকাশ কাটাতে নয়, বরং মৃত্যু, কর আর আমলাতন্ত্রকে ফাঁকি দিতেই ছুটে আসছে।১৬ জুলাই, ২০২৫