লামায় সাবেক চেয়ারম্যান ও তার ছেলে গ্রেফতার
যুগান্তর
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫
-68a0765e8897e.jpg)
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার ছেলে হাসান নিহালকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) দুপুরের দিকে চট্টগ্রামের খুলশী থানাধীন একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জসিম উদ্দিন লামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তার ছেলে হাসান নিহাল আজিজনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন।
লামা থানাধীন আজিজনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আহমেদ মোরশেদ বলেন, তাদের গ্রেফতারে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। পরে খুলশী থানাধীন এক ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের নামে লামা থানা এবং বান্দরবান সদর থানায় একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়ায় তাদেরকে আদালতে পাঠানো হবে।