১৮ বছর পর দুই নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫
-68a464982670a.jpg)
১৮ বছর পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুজন নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৮ আগস্ট) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি প্রদত্ত রায়ের প্রেক্ষিতে কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে।
২০০৭ সালের ৩ সেপ্টেম্বর অপসারণের তারিখ থেকে পুনর্বহালের তারিখ পর্যন্ত সময়কাল অসাধারণ ছুটি ( Extra Ordinary Leave) হিসেবে গণ্য হবে। আদালতের নির্দেশ অনুযায়ী তারা সব বকেয়া বেতন, সুবিধাদি ও জ্যেষ্ঠতা প্রাপ্য হবেন।
পুনর্বহাল তালিকায় থাকা চট্টগ্রামের বাঁশখালীর ২ জন হলেন — মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী ও কামাল উদ্দীন চৌধুরী। নজরুল উপজেলা খানখানাবাদ এলাকার মাহফুজুর রহমানের ছেলে এবং মোহাম্মদ কামাল উদ্দীন বাঁশখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আবদুল জব্বারের ছেলে।
মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহম্মদ কামাল উদ্দিন নির্বাচন কমিশন সচিবালয়ে সহকারী সচিব পদে যোগদান করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পুনর্বহাল করা আগামী ১৯ আগস্টের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর সরাসরি বা ই- মেইলে ( secretary@ecs.gov.bd) যোগদানপত্র দাখিল করতে হবে । নির্ধারিত সময়ে যোগদান না করলে তা চাকরিতে যোগদানে অসম্মতি হিসেবে বিবেচিত হবে ।
মোহাম্মদ কামাল উদ্দিন বলেন , আলহামদুলিল্লাহ বহু বছর পর হলেও আমরা ন্যায় বিচার পেয়েছি । আমাদের ব্যাচের ৩ জন সহকর্মী এ দীর্ঘ অপেক্ষায় মৃত্যুবরণ করেছেন । আমি সবার দোয়া কামনা করছি । যেন কর্মস্থলে আগামী দিনে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি ।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে নিয়োগ পাওয়া এই বাঁশখালীর ২ জন কর্মকর্তা রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে । পরবর্তীতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাদের চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আদালতের রায় অনুসারে চাকরি ফিরে পেলেন তারা।