Advertisement

লংগদুতে আগুনে পুড়ল ১১ দোকান ও বসতঘর

যুগান্তর

প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙামাটির লংগদু মাইনীমুখ বাজারে আগুনে পুড়েছে ১১ দোকান ও বসতঘর। বৃহস্পতিবার বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, একটি চায়ের দোকান থেকে ওই আগুনের সূত্রপাত হলে নিমিষেই আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর কাজ করেন লংগদু ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। এতে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

লংগদু ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সূর্য আলো চাকমা জানান, জনৈক আবুল হোসেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ করছি।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন জানান, আগুনে ১১টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হতে পারে। ক্ষতিগ্রস্তদের তালিকা নিরূপণের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Lading . . .