Advertisement

৩ লাখ ইয়াবা ফেলে সাঁতরে মিয়ানমার পালাল পাচারকারী

যুগান্তর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমার থেকে আসা পাচারকারীরা সাঁতরে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়।

৬৪ বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে বালুখালী সীমান্তের ২১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় বিজিবির বিশেষ টহল দল অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা পাল্টা ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে চাপের মুখে তারা সীমান্তবর্তী খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের ভেতরে চলে যায়।

পরে খালের পাড়ে তল্লাশি চালিয়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করে বিজিবি। প্যাকেটগুলো খুলে দেখা যায় ভেতরে ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, পালিয়ে যাওয়া চোরাকারবারিদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। জব্দ ইয়াবাগুলো উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত পাহারা দেয়ার পাশাপাশি বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Lading . . .