Advertisement

লোহাগাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ

যুগান্তর

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

চট্টগ্রামের লোহাগাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী শাহ আলমকে প্রকাশ্যে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে আধুনগর বাজার প্রদক্ষিণ করে ফার্নিচার মার্কেটের সামনে শেষ হয়। ব্যবসায়ী, রাজনীতিবিদ জনপ্রতিনিধি, ছাত্রসমাজ ও এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা এনসিপির আহ্বায়ক জহির উদ্দীনের সঞ্চালনায় আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা মোহাম্মদ খালিদ জামিল, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, আধুনগর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নুরুল আলম, ছাত্র প্রতিনিধি তামিম মির্জা, নিহতের মেয়ে নাজিফা প্রমুখ।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাটিয়ার পাড়া হাসপাতাল সড়কের পাশে বালির বস্তা দেওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে চাচাতো ভাই লাভলোর কোদালের আঘাতে ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়।

১৪ সেপ্টেম্বর নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে শাহনেওয়াজ লাভলো, তার দুই ছেলে মারুফ ও মাহিম এবং স্ত্রী খতিজা বুলবুলসহ ৪ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত শাহ আলম একই এলাকার বাসিন্দা মৃত আশরাফ আলীর ছেলে। তিনি আধুনগর খানহাট বাজারের লেপ-তোশকের ব্যবসা করতেন।

Lading . . .