Advertisement

সাজেকের সড়কে পাহাড়ধস, ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

যুগান্তর

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

24obnd

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রের কংলাক সড়কে পাহাড়ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার রাতভর ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সড়কটির ওপর পাহাড় ধস হয়। এতে বুধবার সকালে সড়ক থেকে পাহাড় ধসের মাটি অপসারণ করলে টানা ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ১০টার দিকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, ভারি বৃষ্টিতে পাহাড়ধস হওয়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যদের নিরলস চেষ্টায় পাহাড় ধসের মাটি অপসারণ করা হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, এদিন রাতভর ভারি বৃষ্টিপাতসহ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পাহাড়ের অংশ ধসে সাজেক পর্যটন ও কংলাক সড়কে পড়ে। ফলে বুধবার ভোর ৫টা থেকে এ সড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকীর নির্দেশে দ্রুত মাটি সরানোর কাজ শুরু করেন বিজিবি সদস্যরা।

আরও পড়ুন

Lading . . .