প্রকাশ: ১ জুলাই, ২০২৫

ফেনীর দাগনভূঞায় এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে দাগনভূঞা পৌরসভার ৮নং ওয়ার্ড বাঁশতলা নামক এলাকায় কুকুরের কামড়ে আহত হন তারা।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে একটি পাগলা কুকুর হঠাৎ করে কামড়াতে শুরু করে। এ সময় ১২ জনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।
আহতরা হলেন- মোহাম্মদ মোস্তফা (৭২), আব্দুল কুদ্দুস (৬০), কামাল হোসেন (৫৫), কুদ্দুস মিয়া (৬০), আমজাদ (৩৯), শহীদ (৩৮), শাহজালাল (৩০), আনোয়ার (২৮), আমজাদ (৩১), আজমাইন (১৫), রোহান (১০) ও সোহান (৯)।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহারাব আল হোসাইন জানান, কুকুরের কামড়ে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় উপজেলা থেকে দেওয়া যায়নি। জেলা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে তাদের পরামর্শ দেওয়া হয়েছে।