প্রকাশ: ১ জুলাই, ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে দিনমজুর আইয়ুব মোল্লার পরিবার। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে তাদের বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সর্বস্ব হারিয়ে অসহায় পরিবারটি এখন এক কাপড়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে পৌরসভা এলাকার ৩নং ওয়ার্ডের মিরপুর গ্রামের ছৈয়াল বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নীকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর আইয়ুব মোল্লা বলেন, প্রতিদিনের মতো সকালে আমি জীবিকার উদ্দেশ্যে বাড়ির বাহিরে যাই। সন্তানদের মাদ্রাসায় দিয়ে আসার জন্য আমার স্ত্রীও বাড়ির বাহিরে যায়। এ সময় আগুন লেগে আমাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দিনমজুর আইয়ুব মোল্লা (৩৫) ও গৃহিণী তাসলিমা বেগম (২৭) দম্পত্তির ২ সন্তান ও তাদের বিধবা মা নুরজাহান বেগমসহ (৫৫) পাঁচ সদস্যের পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া উপায় নেই।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা ঘটনাস্থলে পোঁছার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, বিষয়টি দুঃখজনক। খোঁজখবর নিয়ে পরিবারটিকে সহায়তা করা হবে।