Advertisement

চকরিয়ার সরকারি বালুমহাল দখলদারের হাতে! পতাকা অপসারণ

যুগান্তর

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

24obnd

কক্সবাজারের চকরিয়ায় সরকারি একটি বালুমহাল থেকে বৈধ ইজারাদারকে সরিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

প্রশাসনের নির্দেশে উত্তোলন ৪০/৫০ হাজার ঘনফুট বালু লাল পতাকা পুঁতে দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ ঘোষণা করেন স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা। পরের দিন সেসব পতাকা সরিয়ে ফেলে তাদের অবৈধ কার্যক্রম অব্যাহত রাখার গুরুতর অভিযোগ ওঠেছে।

ভূমি অফিস সূত্রে জানা যায়, কক্সবাজারের জেলা প্রশাসক চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ভেওলা মানিকচর মৌজায় অবস্থিত সরকারি বালুমহাল নিলামে ডাক দেন। প্রকাশ্যে প্রতিযোগিতামূলক দরে এক বছরের জন্য পেকুয়া উপজেলার পূর্ব গোঁয়াখালী গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ ওসমান গনি সর্বোচ্চ ২৭ লাখ টাকা মূল্যে ১৪৩২ বাংলা সনের জন্য ইজারা পান। সরকারি নিয়মানুযায়ী ইজারা মূল্যের ওপর শতকরা ১৫ ভাগ ভ্যাট ও ১০ ভাগ আয়করসহ সর্বমোট ৩৩ লাখ ৭৫ হাজার টাকা জমা করার পর গত ১৭মে কক্সবাজারের ডেপুটি রেভেনিউ কালেক্টর এ.এফ.এম শামীম স্বাক্ষরিত মোহাম্মদ ওসমান গনিকে দখল হস্তান্তর পত্র (কার্যাদেশ) ইস্যু করেন।

ইজারাদার মোহাম্মদ ওসমান গনি যুগান্তরকে জানান, জেলা প্রশাসনের কার্যাদেশ অনুযায়ী বালু উত্তোলন করতে গেলে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের বাঁধার সম্মুখীন হয়। গত ২৩ জুন ইজারাদারের নিয়োজিত লোকজনের ওপর ১০/১২ জন লোক হামলা করে। হামলায় জখম হওয়া ব্যক্তি ৫ জনের নাম উল্লেখ করে স্থানীয় মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দেন। কিন্তু কোন প্রতিকার না হওয়ায় সন্ত্রাসীদের হাতে বৈধ ইজারাদার অসহায় ও জিম্মি হয়ে পড়েছেন।

এদিকে অবৈধভাবে সরকারি বালু মহাল স্থানে জোরপূর্বক বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন ইজারাদার। অভিযোগের প্রেক্ষিতে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশনা পেয়ে স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম গত ২২ জুলাই বালুর ঢিবির ওপর লাল পতাকা পুঁতে দেন। কিন্তু পরের দিনই ওই পতাকা অপসারণ করে চিহ্নিত গ্রুপটি অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রূপায়ণ দেব বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের স্থানে ফ্ল্যাগিং করার নির্দেশনা দিয়েছি। ওই লাল পতাকা অপসারণ করা অবশ্যই অপরাধ। উপজেলা সদর থেকে ঘটনাস্থল দূরে হওয়ায় একটু বিলম্ব হলেও দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Lading . . .