কুমিল্লায় শহীদ পরিবারের পাশে হাসনাত-সারজিসরা
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

কুমিল্লায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলটির নেতারা।
বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ৩টায় কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোডের হোটেল নুরজাহান মিলনায়তনে সদর দক্ষিণের শহীদ মাসুম মিয়া ও শহীদ হামিদুর রহমানের পরিবারসহ ৩০ শহীদ পরিবারের সঙ্গে কথা বলেন।
জুলাই যোদ্ধাদের কাছে পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং শহীদদের স্বজনরা প্রিয়জন হারানোর ব্যথার কথা তুলে ধরেন।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসানসহ এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।