Advertisement

লোহাগাড়ায় মাদ্রাসার কমিটি নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ

যুগান্তর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জাল স্বাক্ষর, ভুয়া অভিভাবক অন্তর্ভুক্তি এবং ভোটার তালিকায় অনিয়মকে বৈধতা দিয়ে নির্বাচন আয়োজনের অভিযোগে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে সব অনিয়মকে নিয়ম মনে করে নির্বাচন সম্পন্ন করার পরামর্শ দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম। তিনি বলেন, সব অনিয়মকে নিয়ম মনে করে নির্বাচনের পরামর্শ দিয়েছি। উভয়পক্ষকে সমঝোতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে বলেছি।

তবে অ্যাডহক কমিটির সভাপতি প্রার্থী হতে পারবেন কিনা—এমন প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

অভিযোগ সূত্রে জানা গেছে, নির্বাচনের আবেদন ফরমে একাধিক জাল স্বাক্ষরের ঘটনা ঘটেছে। এমনকি শিক্ষার্থীবিহীন অভিভাবককেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একজনকে একই তালিকায় একাধিকবার ভোটার বানানোসহ নানা অনিয়ম ধরা পড়েছে।

এছাড়া বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রহিম প্রতিষ্ঠাতা সদস্য পদে প্রার্থী হয়েছেন, যা আইনবহির্ভূত বলে অভিযোগকারীরা জানান।

এ বিষয়ে অভিভাবক সদস্য প্রার্থী শেখ আহমদ বলেন, এটি পুরোপুরি প্রহসনের নির্বাচন। আইন লঙ্ঘন করে যারা এ অনিয়মের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মুহাম্মদ নাছির উদ্দীনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। খুদেবার্তা পাঠিয়েও কোনো উত্তর মেলেনি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, জাল স্বাক্ষর করে মনোনয়ন জমা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এটি প্রতারণা ও জালিয়াতির শামিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তালিকা সংশোধন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Lading . . .