ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় ২ লাখ টাকা দিল ক্রীড়া মন্ত্রণালয়
যুগান্তর
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলে সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার অসুস্থ মায়ের চিকিৎসায় ২ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
বুধবার বিকালে নিজ কার্যালয়ের সভাকক্ষে এ অনুদানের চেকটি হস্তান্তর করেন রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ। পরিবারের পক্ষে চেক গ্রহণ করেছেন ঋতুপর্ণার বড় বোন পম্পী চাকমা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর এসএম মান্নাসহ জেলা প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ঋতুপর্ণার মা বসুপতি চাকমার অসুস্থতার খবরে তাকে চিকিৎসা সহায়তার জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। তিনি দ্রুত ঋতুপর্ণার মায়ের আরোগ্য লাভের কামনা করেন।
আরও পড়ুন