ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই করেছি : মো. শাহজাহান
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান বলেছেন, আমরা দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রাম করেছি শুধু ক্ষমতার জন্য নয়। একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই-সংগ্রাম করেছি।
মঙ্গলবার (১৯ আগস্ট) নোয়াখালী জেলা প্রেস ক্লাব চত্বরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি কোনো ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল নয়, বিএনপি কোনো সশস্ত্র রাজনৈতিক দল নয়। জনগণের হৃদয় জয় করে তাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতার পরিবর্তনে আমরা বিশ্বাস করি।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান।
এ র্যালি ও আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তারেক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. মহিউদ্দিন মুহিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।