Advertisement

রাজস্থলীতে উক্যসাইন মারমার শেষকৃত্য সম্পন্ন

যুগান্তর

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

24obnd

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত উক্যসাইন মারমার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে তাদের নিজ বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া হেডম্যানপাড়া কেন্দ্রীয় মারমা শ্মশানে তার দাহক্রিয়া সম্পন্ন হয়।

নিহত উক্যসাইন বাঙালহালিয়া কলেজপাড়ার বাসিন্দা উসাইমং ও তেজিপ্রু মারমার একমাত্র সন্তান। সে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। বর্তমানে বাবা উসাইমং রাজস্থলী উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের কৃষি বিষয়ের শিক্ষক এবং মা তেজিপ্রু রুমা উপজেলার ক্যাটেইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

তাদের একমাত্র সন্তানের উচ্চশিক্ষায় ভর্তি করিয়েছিলেন ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে।

উক্যসাইন ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ বাড়িতে নেওয়া হলে স্থানীয়দের শোক, স্বজনদের বুকফাটা কান্না আর গগণবিদারি আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।

স্থানীয়রা জানান, এদিন উক্যসাইনদের বাড়িতে ছুটে যান আত্মীয়স্বজন, প্রতিবেশী, এলাকার পাহাড়ি-বাঙালি সর্বস্তরের মানুষ। এছাড়াও শেষকৃত্য অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উক্যসাইনের সহপাঠী, শিক্ষকসহ স্থানীয় সর্বস্তরের মানুষ যোগ দিয়েছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে স্থানীয় শ্মশানে তার দাহক্রিয়া সম্পন্ন করা হয়।

Lading . . .