Advertisement

কর্মচারীকে কুপিয়ে ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই

যুগান্তর

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

চট্টগ্রামে কর্মচারীকে কুপিয়ে এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম রফিক আহমদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে নগরীর চান্দগাঁও থানার মোহরা কাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী রফিক একটি গ্রুপের ভোগ্যপণ্য পরিবেশক প্রতিষ্ঠানের মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ২০ লাখ টাকা নিয়ে নগরীর কাজীরহাটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান রফিক। তিনি ও কর্মচারী শাহআলম মিলে প্রতিষ্ঠানের দরজা খোলার সময় একদল দুর্বৃত্ত এসে রফিকের কাছ থেকে টাকার ব্যাগ কেড়ে নেয়। বাধা দিতে গেলে শাহআলমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনা দেখে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে এক দুর্বৃত্তকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। আহত কর্মচারী শাহআলম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

সিএমপির ডিসি (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মূল হোতাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Lading . . .